লেবেল

বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় —৪ ।। ছবি — বিদ্যুৎ মিশ্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






কবিতায় বর্তমান সময় —৪


ছবি 

বিদ্যুৎ মিশ্র


সব টান সব মায়া ছেড়ে 
এবার আমি ছবি হতে চাই;
থাক পড়ে সব সাবলীল ভ্রম
এই ভ্রান্তি মুছে দিতে চাই।

এখন আর স্বপ্ন নেই মায়া
অভিমান ছিলো বুকে যত
ভেঙে যাক সম্পর্ক জটিলতা
অবহেলা, কান্না অবিরত।

এখন আর নদীর ধারে এসে
মন খারাপের কারন খুঁজে একা
অনেক হলো কবিতায় মুখ ঢেকে
হেরে যাওয়ার গল্পগুলো লেখা।

সব গল্পের একটা ইতি হোক
পাড় ভেঙে উঠুক এবার ঝড়
দূরের থেকে একটা ছবি হয়ে
ঝলমলিয়ে থাকুক তোমার ঘর।

২টি মন্তব্য: