লেবেল

বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ —১৯।। অশোক রায়-এর কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





উন্মুক্ত কবিতাগুচ্ছ —১৮


অশোক রায়-এর কবিতা 



১.

এত যে তোমায় দেখি তবু মন ভরে না
মনে  হয় দিনের পরদা নামার আগে
            তোমাকে ফোন করি
কিন্তু তোমার ফোনের নাম্বার আমার অধরা
           আজ আকাশে এত রামধনু
           তবু তুমি না থাকলে জীবন মরু
দুর্নিবার আকর্ষণে গলে যাওয়া সোনা মুঠোয়
      এসো আজ দুজনে মনে রাখার মত
        রাতভর একটা বারবিকিউ করি।




২.

ওই যে ডানা মেলে পড়ে  আছে পালকের বিছানায়
সে আমার নয়
ওই যে আগুনের ভেতর আলো জ্বেলে দাঁড়িয়ে আছে
সে আমার নয়
গেলেসিয়ারের রথে নি:শব্দে বয়ে যাওয়া
সেও আমার নয়
ফিরোজা আকাশের নিচে কুয়াশার চাদর গায়ে
তার চলে যাওয়াও 
বুঝি আমার নয়
ছিন্নমূল আমার আছে শুধু
দুরুদুরু বুক শুকনো চোখ আর দোলাচলের আনাগোনা।




৩.

 পাখা মেলে হাসবার আগে
বাহারি কেক কাটবার আগে
হলুদ শাড়ি পরবার আগে
পাখি পুতুল সুর্যমুখী ভালো থেকো।

নীল আকাশে ওড়বার পরে
কালো ওড়নার ঘোমটা পরে
দিনের আলো ফুরাবার পরে
পরী হয়ে মায়াপথে, আমায় মনে রেখো

সেদিন মেঘে ঢাকা ছিল অম্বর
বৃষ্টির সাথে অশনি বাজছিল নিরন্তর 
অভিসারের নিমন্ত্রণ নিয়ে এসেছিল অন্তর
জেতার জন্য বড় রকমের হার মানতে হয়

নিজের বলতে আর কিছুই রইল না শুধু বানভাসি সম্বল।



৪.
মহাজনের ঋণ মেটাতে পারিনি
আবাদি জমিটা নিলাম হয়ে গেল 
ব্যাংকের লোন শুধতে পারিনি
শখের ফ্ল্যাটটা নিলাম হলো

বড়সাহেবের মন জুগিয়ে চলতে পারিনি
সাধের চাকরিটা নিলামে উঠল
কথা দিয়েছি রাখতে পারিনি
এতদিনকার বন্ধুত্ব নিলামে চড়ল

হিসেবি হয়ে চলতে শিখিনি
জমা পুঁজি মন নিলামে ডাকল
স্বপ্নকে সফল করতে পারা যায়নি
জীবন নির্মম হয়ে নিলাম হাঁকল

ভালোবাসা দিয়েও জয় করতে পারিনি
ভাঙা হৃদয় তাই  নিলামে মাথা কুটল।।

                    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন