উন্মুক্ত কবিতা গুচ্ছ
তৈমুর খান এর পাঁচটি কবিতা
১
কাল্পনিক
সবকিছুই কাল্পনিক। আমিও একটি কাল্পনিক চরিত্র।
কল্পনার সঙ্গে আমার বিবাহ হয়েছে
অবাস্তব আমার সন্তান
আমার সমূহ ঘরদোর ঝিকিমিকি
কথাবার্তা আলো-অন্ধকার
এখানে কোথাও সত্যরা থাকে না
ধর্মরা ব্যবসা করে, মানুষ ঠকায়।
২
মাটির মানুষ
কোন্ নক্ষত্রের কী নাম দেওয়া যায়?
নাম কি সঠিক পরিচয়?
চলো, নাম পাল্টে নিই,
অথবা নামহীন হই
চলো, গোত্র পাল্টে নিই,
অথবা গোত্রহীন হই।
আমাদের পরিচয় নেই,
অথবা মাটির পরিচয়;
মাটির মানুষ শুধু, মাটি লিখে যাই।
৩
যুগসূর্য
আমরা কেহ স্তুতিবাদী নই
শুধু একটা যুগসূর্যের কাছে পেয়েছি আলোর মই।
মাথার ওপর বিরাট আকাশ অনিঃশেষ মহিমার গান
নিচে তার সমুদ্র জোয়ার পৌরুষের দীপ্র অভিযান।
ব্যাপ্ত করে নিরন্তর শাণিত আবেগে মানবিক জয়
দুশো বছর পর সীমাহীন মেরুদন্ড আজও সে বিস্ময়।
৪
বিচ্ছিন্নতা
প্রসন্নতা আজও আসবে না!
মরচেধরা বিবেকেরা চাবুক হাতে দাঁড়িয়ে আছে
সমুদ্র ফেনার মতো জমছে হতাশা
এই সেই নৌকাখানি আমার, আজ কোথাও ভাসাব না
তীরে এসে জুটেছে সম্পর্কিত বিশ্বাসের ছায়া
আমার ভঙ্গুর দিন দৈব-নিশিতে ডুবে যায়।
৫.
চাঁদ
চাঁদটা চলে যাচ্ছে অন্ধকার কলোনির দিকে
আমরা কাত্যায়িনীর কাছে ফিরে যাচ্ছি
আমাদের কপালে চাঁদ নেই
স্বপ্নবিচ্ছেদের জ্বরে দারুণ কাঁপন লেগে আছে
সব রমণীরাই কি চাঁদ হয় তবে?
তাদের জ্যোৎস্নায় কলঙ্কিত পরিতাপ ঝরে
নিসর্গ-নক্ষত্রপথে মহিমার কান্না শুনে শুনে
আমাদের রাত পার হয়
যদিও সকাল নেই এ রাতের
যদিও চাঁদের কাছে প্রাণভিক্ষা চায় আত্মহত্যাগুলি।
পরিচিতি : জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে।
পিতা ও মাতা :জিকির খান ও নাওরাতুন।
পড়াশোনা :বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পি এইচ ডি প্রাপ্তি।
পেশা : উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক ।
প্রকাশিত কাব্য : কোথায় পা রাখি (১৯৯৪), বৃষ্টিতরু (১৯৯৯), খা শূন্য আমাকে খা (২০০৩), আয়নার ভেতর তু যন্ত্রণা (২০০৪), বিষাদের লেখা কবিতা (২০০৪), একটা সাপ আর কুয়াশার সংলাপ (২০০৭), জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর (২০০৮), প্রত্নচরিত (২০১১), নির্বাচিত কবিতা (২০১৬), জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা (২০১৭) ইত্যাদি।
পুরস্কার : কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার ও দৌড় সাহিত্য সম্মান, নতুন গতি সাহিত্য পুরস্কার, কবি আলোক সরকার স্মারক পুরস্কার ইত্যাদি ।ঠিকানা : রামরামপুর (শান্তিপাড়া), রামপুরহাট, বীরভূম, পিন ৭৩১২২৪, পশ্চিমবঙ্গ, ভারত। ফোন ৯৩৩২৯৯১২৫০

পাঁচটি কবিতাই খুব সুন্দর।
উত্তরমুছুন