বাঙালির নববর্ষ ২১
নববর্ষ
স্মৃতি শেখর মিত্র
শৈশবে আমাদের ছিল না কোন বৈভব বৈশাখ আসতো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে।হাল খাতার আমন্ত্রণ পত্র পেয়ে পহেলা বৈশাখ বৈকালে দাদুর হাত ধরে যেতাম মুদির দোকানে। সামান্য জলযোগ আর মিষ্টির প্যাকেট হাতে ফিরে আসতাম বাড়িতে। গুরুজনদের চরণে প্রণাম করে মায়ের রান্না করা পরমান্ন সহযোগে কখনযে বৈকাল পেরিয়ে সন্ধ্যা ঘনাতো বুঝতেওপারতাম না। তারপর থেকে প্রতিদিন চলতো আবৃত্তি,নাচ, গানের রিহার্সেল প্রতিদিন সন্ধ্যায়।ছোট্ট মফঃস্বল শহরে সবাই সবাইকে চেনেন।পাড়ায় পাড়ায় প্রতিযোগিতার আয়োজন"পঁচিশে বৈশাখ।' নতুন বছরের আগমনে
মানুষের মনেও কিছু নতুনত্বের ছোঁয়া লাগতো।কেউ কেউ নতুন বছরে নতুন জামা কাপড়পরতো। সবাই সবাইকে দু দন্ড সময় করে
কোলাকুলি ও কুশল বিনিময় করতেন এবংঘরে ফিরে আসতেন। এখনও সেই ধারাবাহিকতায় মানুষ বৈশাখের শুভেচ্ছা বার্তা পাঠান। আগের দিনে পোস্ট কার্ডে এখন মোবাইলে এসএমএস পাঠান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন