লেবেল

শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ - ২ ।। বাঙালির নববর্ষ — অমিত কাশ‍্যপ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বাঙালির নববর্ষ - ২ 



বাঙালির নববর্ষ 

অমিত কাশ‍্যপ


তখন জেলেপাড়ার সঙ বেরত

চৈত্রসংক্রান্তি, মধ্যদুপুর, নানান পথ পরিভ্রমণের পর

সূর্যাস্ত, নানান সাজে সঙ, অদ্ভুত, মনোরঞ্জনও

থাকত সাবেকি বাঙালিয়ানা, কখনো প্রহসন


রাস্তার দু'ধারে অজস্র ভিড়, বাবা ধরতেন হাত 

লাটুবাবু-ছাতুবাবুর বাজারে হত গাজন উৎসব 

ভয়ংকর ঝাঁপখেলার পাশাপাশি মেলা বসত

লোকে লোকারণ‍্য, বিকিকিনির হাট


পরদিন নববর্ষ, দোকানে দোকানে মিষ্টিমুখ, হালখাতা

কয়েকখানা নিমন্ত্রণপত্র আসত সুগন্ধি জড়ানো 

ধূতি-পাঞ্জাবির বাঙালি পোশাকে সাবেকিয়ানা

গোলাপজল ছিটিয়ে আহ্বান হত নববর্ষ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন