লেবেল

শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

অঙ্কুরীশা -য় আজ থেকে প্রকাশিত হল... ।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। বাঙালির নববর্ষ —১ ।। আজকের কলমে— প্রথম আলো — কেতকীপ্রসাদ রায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



    ।।  প্রতিদিন বিভাগ।।

     ।।  এপ্রিল সংখ্যা।। 



বাঙালির নববর্ষ —১



প্রথম আলো

কেতকীপ্রসাদ রায়


দিনের প্রথম আলো শরীর অবগাহন করলে 
আমি তখন নতজানু হয়ে ভূমিকে প্রণাম করি।
ভূমিষ্ঠ শিশুর মতো বিস্ময় প্রকৃতির বহুবন্ধনে প্রত্যয় জাগলে
নিজের অস্তিত্বদের জন্যে দু'হাতে ভিক্ষা করি ;
এই তো প্রকৃত সময়...উত্তরণ চাই।

ভূমি আমাকে শক্ত পায়ে দাঁড়াতে শেখায় 
শস্য-শ্যামল, সবুজ বনানী আস্থা দেয় 
দখিনা বাতাস জানিয়ে যায় ভালবাসার কথা 
পাহাড়,নদী,জল,মরু...সবাই,সবাই বলে আনন্দে থাকো ।

একটা নিজস্ব উত্তরণ আমাকে প্রসারিত করে 
সর্বমঙ্গলে আবারও নতজানু হয়ে বলি -
হে দিবাকর- তোমার প্রথম আলো আমাকে দাও ;
প্রতিটা জীবনের জন্যে তোমার প্রথম আলো চাই।

উত্‍সারিত আলোর প্রবাহ রেখে যাবো প্রজন্মের ঠিকানায় 
অন্তরাত্মার সণ্মতি নিয়ে বলে যাবো -
সমস্ত জমানো আলো শুধু তোমাদের জন্যে।
হে দিবাকর -
পরম্পরার ঐতিহ্য মেনে আমার সহস্র-কোটি প্রজন্মকে -
অনন্ত আলো দাও...জীবন দাও।

নিজের ভিতরে ভিতরে একটা আত্মতৃপ্তি অনুভব করি 
আর আমার হৃদয়ের অন্তস্থল থেকে বেরিয়ে আসে-
শুধু একটাই শব্দ...ওম শান্তি।





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন