র বি বা রে র পা তা
বসন্ত বিগ্রহ
বিদ্যুৎ দাস
এই ভরা ফাগুনে মনে যখন
বসন্তের ছোঁয়া লাগে
মন তখন সেই পরশ পেতে চায়
মনও বলে ওঠে —
পলাশ ও শিমুল তোমরা কার?
আকাশ না বাতাসের? না অন্য কারোর?
তুমি না বর্ষা ধরিত্রীর?
তোমাকে না সমস্ত ভালোবাসার সোহাগ দেয়?
তবুও তোমাদের স্বার্থপরতা
রূপ যৌবনের ভরা জোয়ারে ছুটে চলো
লাল হলুদ রঙিন সাজে
অথচ চেয়ে দেখ —
সূর্য তোমদের হিংসে করে
তবুও তোমরা বর্ষার কাছে ছুটে যাও
আলিঙ্গনের প্রহর গুনতে
আকাশের বুকে প্রেমের খেলা করো
আর বাতাসের খেলায় আন্দোলিত হয়ে
শেষ যৌবনের রূপ রস ঝরে পড়ে ধরিত্রীর বুকে
যেন জীবনের পরশ মেখে সুখে সেবা নাও
শেষ সমাধিতে...
হে শিমুল - পলাশ!
তোমাদের কাছে পেতে বর্ষা ধরিত্রী
প্রেমিকার মতো সমস্ত শরীর পেতে চায়
তবুও
ওরা চায় না মাতৃরূপে
শুধু চায় প্রেমিকের মতো করে প্রেমিকা হতে
ছুঁয়ে দেখে সুখ দুঃখ আর
শিমুল ও পলাশের পরে চকচকে
ভালোবাসার দাগ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন