অণুগল্পে বসন্ত -১৪
শুভেচ্ছা নিও
নির্ঝর মুখোপাধ্যায়
এসেছিলে তো গতবার দোলে। আমাকে বাকরূদ্ধ করে দিয়ে। তোমারই হাত থেকে নেওয়া নীল আবির। তোমার দুই গালে। তোমার গালের নরম ছোঁয়া । আমার হাতে আজও লেগে আছে। এখনো খুব সন্তর্পণে গোপনে ছোঁয়াই ঠোঁট। এই হাতে। শিহরণ জাগে।
কিন্তু তোমার কপালে কে পরিয়ে দিয়েছিল রক্ত লাল আবীর ? আমার আগে কার কাছে গিয়েছিলে তুমি ? কার ? কাছে ? গিয়েছিলে ? তুমি ? সারা বছর ধরে মনে মনে প্রশ্ন করে গিয়েছি তোমায়।
দোল তো এসে গেল ফের। রক্ত রাঙা আবীর কিনে রেখে দিয়েছি এবার। আসবে তো তুমি এবার ? আসবে তো ? তুমি ? এবার ?
দোল তো এসে গেল ফের।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন