লেবেল

বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৯।। বাংলা হরফে সাজাবো আকাশ - মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৯



বাংলা হরফে সাজাবো আকাশ  

মুক্তি দাশ


বাংলা হরফে সাজাবো আকাশ, 
ফুল-লতাপাতা-নদী–
জেনো, বাঙালিরা ছাড়বে না আর
একচুলও তার গদি!
ঝলমলে নীল উদার আকাশে 
রবি-শশী-তারা হাসে,
বাংলা ভাষায় সেই ছবি আঁকা
কবিতার ক্যানভাসে।
মাতৃভাষার দাবীকে ছিনিয়ে
কে বা নেবে? কই, নিক...
আমরা যে আছি বাংলাভাষার
অতন্দ্র সৈনিক!
মা-র অপমান করে যাবে ওরা 
যখন-তখন যে খুশি?
রক্তের দামে যোগ্য জবাব
বিনিময়ে দেবে একুশই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন