আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২৩
খুলে দাও বন্ধ আবার...
মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
খাতাভর্তি এত লাল ফুল
আগুনের খাতা নাকি ঝরেপড়া পলাশ- শিমুল?
রঙ নয়,রঙে এত উত্তাপ নেই
কাদের পাপড়ি তবে ঝরে পড়ে আগুন হয়েই
আগুনের অক্ষরে ঝরে তারা মধুমাস জুড়ে
জ্বলন্ত আঙুল নিশানের মত উঁচু করে
হেসে ওঠে প্রতিদিন মাথার ভেতরে
কাঁটাতার ডিঙিয়ে রোজ হেঁটে যায় ভাষাপথ ধরে
শুধু একুশের ঘুম ভাঙা ভোরে
ফুল কুড়োনোর ছলে আমরাও বুঝে যাই
কুড়িয়ে তুলেছি ঝরা নামগুলি কেবল সবাই
মাটির আলপথ জুড়ে জুড়ে আবারও কি ওরা
মিছিলে মিছিলে সেজে রাজপথ হয়ে যাবে দামাল ছেলেরা
আমরা কেবল ভুলে যাব একুশের ভোরে বেমালুম
রক্তে ফিনকি দেওয়া নামের কুসুম
বুকের বন্ধ দোর খুলে দিতে প্রত্যেকবার
আগুনের ফুল হয় ওরা কি আসবে আবার...?

সুন্দর শ্রদ্ধামিশ্রিত নিবেদন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
উত্তরমুছুন