লেবেল

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৪ ।। তুমিও একটু পড়ো - বিকাশ ভট্টাচার্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১৪




তুমিও একটু পড়ো

বিকাশ ভট্টাচার্য 

তোমার কথা আমি পড়তে পারি 
আমার কথা তুমিও একটু পড়ো
তোমার কথা হয়তো একটু ভারী 
হলোই নাহয় খানিক অগ্রসরও

আমার কথাও মেঘ সরিয়ে হাসে
পাড়ায় পাড়ায় আনতে পারে রোদ
আমার কথাও পালায় না সন্ত্রাসে
যায় না কুঁকড়ে। হয়ে যায় উদ্বোধ

আমার কথা বন্ধুর মতো স্বজন 
উষ্ণ করতলের ছোঁয়াই চায় 
তোমার কথাও ছাড়ুক কটূভাষণ
সেসব থাকুক পুরনো বইখাতায়

কথারা সব জল-হাওয়ারই মতো
ঘুম ভাঙিয়ে গান শোনাতেই চায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন