নেতাজী সুভাষচন্দ্র বিষয়ক কবিতা -১০
মৃত্যুহীন
বিকাশরঞ্জন হালদার
একটি জন্মদিনের চির-বিদিত
দৃশ্য...
প্রতিকৃতি ফুল-মালা ধূপ
ঘিরে-থাকা ভিড় — তোলিত পতাকা
জাতীয়-সঙ্গীত
নেতাজী এখন —এক-দিগন্ত স্মৃতি বিজড়িত
একটা গম্ভীর উচ্চারণ!
'শূন্য আসন'--- 'ফেরা না-ফেরা'---
'মৃত্যু-রহস্য'
সবকিছু ছাড়িয়ে জেগে ওঠে সেই
দীপিত-কণ্ঠস্বর --- " তোমারা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব "
স্বাধীনতার স্বপ্নে তিনি
মৃত্যুহীন-আগুনের আর এক নাম!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন