নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৭
ওঠো জাগো
রঞ্জন ভট্টাচার্য
কত রক্ত হল ক্ষয়
কত প্রাণ হলো বলিদান
এ যেন এক ক্ষয়িত শ্রাবণ
আজও নেই তার ব্যতিক্রম ।
তিরতির করে উড্ডীন ত্রি-রঞ্জিত
দামাল হওয়ায় ডেকে ওঠে শ্রাবণের ধারাপাত
আসুক ঝড় তুফান ঝঞ্ঝা
একাকার হয়ে যাক উক্ত ধারাপাত
উডুক ছাই ভস্য চিতা যেন
হাউহাউ করে কাঁদে আকাশে বাতাসে ...
ওঠো, জাগো, চেয়ে দেখো অত্যাচার!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন