বসন্ত এসে গেছে -৩৯
স্বপন কুমার নাগ
আলোছায়া
প্রণম্য অভিসারে নত হয়ে আসে গোধূলি-সন্ধ্যা...
বসন্তের দখিনা বাতাসে কৃষ্ণচূড়ার নিঃশর্ত সমর্পণ
বিনম্র অনুভূতির আড়ালে জেগে ওঠে সফেদ-জোছনা।
তোমাকে চিনেছি,অবাধ্যপ্রেমের ফাল্গুনী অনুরাগে
সময়ের ব্যাপ্তি ছুঁয়ে জীবনের ওঠানামার
দ্ব্যর্থহীন সংলাপ শুনি,বসন্তবাউরির কাতর কণ্ঠে
জড়ো হয়ে আসে শব্দহীন,অগুনতি বিরহী-বর্ণমালা।
আকাশের নীল দ্রাঘিমাজুড়ে কল্পনার রঙিন বিস্তার-
বুঁদ হয়ে ঘ্রাণ নেয়,রোম্যাণ্টিকতার পলাশ-কাননে।
পাতার সবুজগন্ধ শুঁকে হারিয়ে যাবার আগে
তোমাকে কাছে পাওয়ার উদ্বেলিত বাসনায়-
কেটে যায় এক অর্বাচীন প্রহর...
পলাশের সৌন্দর্য মেখে গোপনে পানসি বায়,প্রেম;
প্রশস্ত ঢেউয়ের বুকে বাসন্তিক বিরহে অবনত ইচ্ছেরা
ছড়িয়ে পড়ে একফালি দীণতায়...
আবির-রাঙ্গা রঙিন আকাশের দাওয়ায় ফুটে ওঠে
অধরা-স্বপ্নের নির্বাক চালচিত্র।
মিলিয়ে যাবার আগে,বসন্তের রক্তিম-আভায় মেতে ওঠে-
ভালোবাসার চিরন্তন উপাখ্যান...
সুন্দর
উত্তরমুছুন