লেবেল

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৩৩।। কল্যাণ দে।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৩৩

কল্যাণ দে 




নিজস্ব স্বদেশ



ভোরের সূর্য রং গায়ে মেখে আলুথালু মায়ের মতো 
ধুলোয় বসে আছেন আমার মা
                          প্রিয় প্রসবিনী স্বদেশ
ম্লানমুখ, কোটরাগত চোখে অমাবস্যার ছায়া 
মায়া প্রপঞ্চময় সংসার জুড়ে অসার বাক্যালাপ 
ট্রাপিজের খেলা দেখায় নিয়ত
                                           নিজস্ব নিয়মে
খ্যাপা মোষ ছোটে
বট গাছের আড়ালে ঝুলে আছে খাঁড়া
অস্থির বিবেক বক হয়ে এক পায়
                                          ঠায় দাঁড়িয়ে 
                যেন ব্যঞ্জনবর্ণ  ঘিরে ঠাট্টার গাট্টা 


এই দেশ, এই আমার মা ছড়িয়ে সারা বাংলার মাঠে
নবান্নের কাজ ফেলে আমি কি ফিরব গাঁয়ে 
                                  প্রিয় বালকের মতো
ইছামতীর ঘাট পেরোলেই অপু
                                  ডাক দিয়ে যায়

মানুষ  মানুষের কাছাকাছি ঠিক একদিন 
                               পৌঁছবে নিজস্ব স্বদেশে।
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন