লেবেল

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -১১।। অমিত কাশ‍্যপ।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।




আগমনী বন্দনা -১১

অমিত কাশ‍্যপ




১.

জাগো মা


রাত করে বাড়ি ফের যদি 

পাশের বাড়ির ঘুম ডেকে নেবে চুপটি করে 

অল্প অল্প ঠান্ডা ভালোবাসা জড়িয়ে ধরতে 

তারাদের বল শিশির ছুঁয়ে যাক তারা 


গমকলের পাশ দিয়ে প্রভাত উঠলে বল

কাশবনটির দিকে লক্ষ দিক

সাদা মাথায় বাতাস ভেসে যাক

নীল আকাশের গায়ে সাদা মেঘ দুলে উঠল আজ


তুমি এখন অনেক কিছু ভাবতে পার

মনে মনে ভেবে নাও আগমনির পূর্বাভাস 

দিগন্ত জুড়ে সোনালি বলয়ের খেলা 

জাগো মা দশপ্রহরণধারিণী





২.

চক্ষুদান পর্ব


আশ্বিন ভেসে উঠতে যেটুকু দেরি

বাজারশিল্পের ভেতর নতুন জামার গন্ধ 

তুমি ফর্দ করে রাখ, সাজিয়ে রাখ

ষষ্ঠী থেকে দশমী পযর্ন্ত আবাহন সংগীত 


দশদিক দেখ কেমন মনোরম প্রভাত

খুলে আছে মনের ভেতর আনন্দের রং

ঠাকুরদালান থেকে উপচে পড়বে শঙ্খধ্বনি

ঘাটে উঠবে নবপত্রিকা স্নান সেরে প্রভাতটি ছুঁয়ে 


কতদিন দেখা হয়নি প্রতিমার মুখখানি

কতদিন ভেঙে পড়েনি খুশির হাওয়া

গ্রামের মড়াইখানায়, জগদীশ পাল এক মনে 

এঁকে চলেন দেবীর চক্ষুদান পর্ব।









আরও  পড়ুন 👇👇👇👇


শুধু কবিতায়... 

আগমনী বন্দনা-১০

আজকের কবি 

সৌমিত বসু 

🌺🌺🌺🌺🌺


https://wwwankurisha.blogspot.com/2021/10/ankurisha-emagazine-bengali-poem-in.html

২টি মন্তব্য: