অসিত কুমার রায় (রক্তিম)
মেনে নিতে কষ্ট হয়
আপনজনের চলে যাওয়া মেনে নিতে কষ্ট হয়।
জানি বুঝি একদিন সন্ধ্যা হয় রাত্রি ঘনায়
একে একে পায়ে পায়ে চলে যায়
হারিয়ে যায় দূর সীমানায় ।
অন্তরে বাহিরের এত ডাক সব উপেক্ষা করে
কি এক প্রকৃতির অমোঘ টানে
সম্পর্কের অদৃশ্য সুতো
ছিঁড়ে খুঁড়ে বুঁদবুঁদের মত মিলিয়ে যায়
আর আসেনা...
বুঝি জানি তবু মন যে মানেনা... আর তখুনি
ভাবি এই বুঝি এক্ষুনি ডাক আসছে
"কই এসো চা জুড়িয়ে যাচ্ছে...
ও এসেছ, চায়ে চুমুক দেবার আগে জলটা নাও...
তোমার কিন্তু বারবার জল খুব দরকার
কড়া নির্দেশ আছে ডাক্তার বাবুর"
অবাক ! এখানে কেউ নেই, সেও কোথাও নেই
খালি চেয়ার কি কথা বলে ! কি জানি!
আশে পাশে নিস্তব্ধতা বিরাজমান
তবু মনে হল সত্যিই শুনলাম।
সদ্য টাঙানো ছবিতে চোখ গেল
মালাটা শুকিয়ে এসেছে...
নিবদ্ধ দৃষ্টিতে নীরব বোবা ভাষায় কিছু কি বলছ?
- বলছি কি ! না গেলেও চলত...
- তা কি করে হয়? কেউ কিছই খোঁজ রাখে না মালাটা শুকনো।
- জানি কথা রাখবে না। ভাদ্রের চড়া রোদ্দুর । ছাতাটা নাও।
- ঠিক আছে। ধন্যবাদ ।
- আরে এই দেখ ... অমনি চলল ... মুখোশটা কে নেবে?
আশ্চর্য! এবারেও সে কথা বলল আমার সাথে!
- বাবা তুমি কার সাথে একা একা কথা বলছ।
মালা এনেছি বাজার থেকে... নিয়ে যাও... মাকে পরিয়ে দিও।
- সেই তুমি ছেলের কাছে আমায় অপ্রস্তুত করলে নন্দিনী।
-------------------------------------------------------------------------------
খুব সুন্দর কবিতা। চমৎকার অনুভূতির প্রকাশ।
উত্তরমুছুনধন্যবাদ স্থিতি শেখর মিত্র মহাশয়
মুছুনধন্যবাদ মহাশয়।
উত্তরমুছুন