প্রেমের কবিতা -৫২
শ্যামল রক্ষিত
পরিভ্রমণ
ছি: বলতে নেই
বুকের গভীর থেকে তুলতে নেই আকাশ
মঞ্চ দখল করেই ছুঁড়তে হয় বোমা
যেদিক থেকে দেখো মূর্তিগুলো মাথা সোজা করে হাঁটতে জানে না
মৃত্যুর গণ্ডি পেরিয়ে যেদিকে বাঁক নিক
রাস্তার মোড়ে পাহারা দিচ্ছে যথেচ্ছাচারের বিজ্ঞাপন
নিরপেক্ষতার কোনও সদর দরজা হয় না
সর্বনামের জোচ্চোরেরা উপনিবেশের কায়দাকানুন নিয়ে আয়েস করে বসে আছে
উত্তরাধিকারের বিছানায়
আহা, রাত্রির কথা কেউ মনে রাখছি না
অরণ্যের পথ সমাপ্তি করে হরিণেরা ফিরে যাচ্ছে বাড়ি
ভদ্রলোকদের সময় অসময় নেই , পথ অবরোধ করে হাঙ্গামা বাধাচ্ছে৷
আরও পড়ুন 👇🏾👇🏾
*রবিবাসরীয় বিভাগ*
*আজকের গল্প*
*সিদ্ধান্ত*
সমাজ বসু
https://wwwankurisha.blogspot.com/2021/09/ankurisha-emagazine-bengali-poem-in_18.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন