লেবেল

শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা -২৮।। মালা ঘোষ (মিত্র)।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 



প্রেমের কবিতা -২৮

মালা ঘোষ (মিত্র) 


১.

আনন্দ হচ্ছে 


জ্যোৎস্না রাতে গহন গভীর ভালোবাসা

আঁকব, সমস্ত নিস্পৃহতা ভুলে। 

অনেক পথ পেরিয়ে

সেই অরন্যে পৌঁছাতে হয়। 

ফিরে যাওয়া আর দেখা হওয়া

এসব তো এক নয়। 

জানালার কাঁচ গভীর রাতে কাঁপে

চুম্বনের মাতামাতিতে

ঝড়ের দাপটে। 

ভালোবাসার ওমে

আনন্দ হচ্ছে কী যে—

ঘ্রাণ নাও;বাগানের ফুলের

রাস্তা বলে দাও—

মায়াবী মুক্ত হতে দাও...

সংগোপনে নৌকায় উঠতে হয়। 




২.

ঝলমল রোদ  


জ্যোৎস্নায় পাতাগুলো এমনভাবে কাঁপছে

যেন মনে হচ্ছে মৃদঙ্গ বাজছে

তোমার দেখা মেঘ

আমার মেঘে এসে পড়েছে। 

সোঁদামাটির গন্ধ ছড়িয়ে যাচ্ছে

ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা হচ্ছে

গাছে ডাকছে যে ঘুঘুপাখি

সেকি কারো খবর জানে? 

যা হারাচ্ছে তার চেয়েও

বেশি এসে পড়ছে। 






আরও পড়ুন 👇🏾👇🏾


💕প্রেমের কবিতা পর্ব-২৭

 *আজকের কবি* 

   অজিত বাইরী 


https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_79.html





1 টি মন্তব্য: