প্রেমের কবিতা -২৭
অজিত বাইরী
১.
সম্পর্কের ভাঙা-গড়া
চার হাতে যেটা গড়ে তুলতে পারতে;
সেটাই চার হাতে ভেঙে ফেললে।
ভেবেছিলে, গড়ার থেকে ভাঙা ঢের সহজ;
এখন বুঝেছো, ভাঙাটাও কঠিনতম কাজ।
তবু ভাঙতে চেয়েছো, ভেবেছো, ভেঙে ছড়িয়ে
দিলেই সব যন্ত্রণা থেকে মুক্তি; কিন্তু জেনো,
প্রকৃত মুক্তি খাঁচার পাখি নয়; খাঁচা ভেঙে দিলেই
পাখি মুক্ত হবে আকাশে; কোন কোন ভাঙা
অতীতকে শুধু আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে না;
ভেতরে ভেতরে ঘূণপোকার মতো কুরে কুরে খায় ।
২.
বিচ্ছেদ বড় কথা নয়
বিচ্ছেদ বড় কথা নয়, সংযুক্তিই বড় কথা;
আমি কখনও চাইব না
দুটি মানুষ ঝিনুকের খোলের মতো দু'আধখানা
হয়ে যাক; আমি চাইব,
প্রতিটি বর্ণমালাকে জোড়া লাগাতে,আমি চাইব
অক্ষরে অক্ষরে বিবাহ দিতে,যাতে সমস্ত
অতীত কলঙ্ক মুছে যায়, মেঘের চূড়ায় চূড়ায়
স্বর্ণাভ রোদ্দুরের মতো ছড়িয়ে পড়ে
জীবনের আশ্চর্য মাধুর্য ও লাবণ্য।
আমি কখনও চাইব না, একটি পাতা
মাঝখান থেকে ছিঁড়ে যাক; বরং চাইব
প্রতিটি পাতা হোক জীবনের অপরূপ স্বরলিপি।
আরও পড়ুন👇🏾👇🏾
*আজ পর্ব-৩* 💍
ধারাবাহিক রহস্য উপন্যাস
*আংটী রহস্যের নেপথ্যে*
অনন্যা দাশ 💍💍
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_77.html
অনন্য প্রকাশ। অনবদ্য সৃষ্টি। সুন্দর দুটি কবিতা
উত্তরমুছুনআপন মহিমায় উদ্ভাসিত।