লেবেল

শনিবার, ১২ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -২৯।। অশোক রায়।। Ankurisha ।। E..Magazine.।। Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -২৯



অশোক রায় 






সময়ের বাড়ন্ত বেলা



রবিবাসরে কবিতার আসর

চেষ্টা করলাম বসল না

সুর কেটে গেল ছন্দ এল না

ব্যথার পাথর জগদ্দল রইল বসে

শুধু বয়ে চলে ... খাঁটি দুঃসময়

চার দেয়াল টপকে বারান্দায়

দশতলা থেকে পার্ক করা গাড়ির মাথায়

মাঝে মাঝে ভাবি এমন জীবনের

কোনো দরকার আছে কি

ঋণাত্মক ভাবনা অস্তিত্বকেই অস্বীকার

নিভৃতবাসে উত্তল বুদ্‌বুদের অবতল ভুবন

মৃত আত্মীয়-পরিজন গ্রহান্তরে মীন খেলা করে

চতুর্দিক জুড়ে অনন্তকাল বেয়ে চলা অতিমারি সমুদ্রে ।।






আরও  পড়ুন👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_28.html


1 টি মন্তব্য: