রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি -৩১
১.
এক দৃষ্টে আমি তাকিয়ে ...
উড্ডীনতায় গান গায় পাখি
উড়ে উড়ে আরো দূরে
স্মরলিপির গান ঠোঁটে
মেঘ ভাসা শহরে পাখির কথা
ব্যর্থতায় জমা হয় ইতিহাস
আলাদীনর অন্তহীনতা গায়ে মেখে
হেঁটে চলি পাখির সাহসিকতাকে ছোঁবো বলে ___
তাইতো এ পথে এখনও ধুলো ওড়ে।
২.
নৌকো বাঁধা আছে ঘাটে
অবনীর দরজায় তালা ঝুলছে
রাস্তাটা মোটেও সোজা নয়
পথ দেখার অভীপ্সা সকলের
যত এগোই তত গভীর ক্ষত
মনে হয় সব নয়ের নামতায় বিয়োগ বসেছে
সেজে উঠেছি আমি,তুমি,প্রত্যেকে
কেউ শিকি কেউ আধুলি কেউ ...
গান গেয়ে যায় বাউলে
অবনী চির নিদ্রায়
তালাটা আজও ঝুলছে দরজায়।
রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখাটি পাঠিয়েদিন।
ankurishapatrika@gmail. com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন