কবিতায় রবি স্মরণে শ্রদ্ধাঞ্জলি - ৮
দীপক বেরা
যদি এমন হত
এমনই খরবৈশাখের আকাশে একফালি মেঘ থেকে
কবে যেন বৃষ্টির ঝরনা ঝরেছিল আমার উঠোনে
মনে পড়ে আবছা আবছা
মাটির সোঁদা গন্ধ উঠেছিল, নেচেছিলাম আনন্দে
"মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো..."
হালকা হাওয়া দোলা দিয়েছিল, ঠিক কবে যেন মনে পড়ে না
শুধু মনে পড়ে, সেদিন গুমরেছিল আকাশটা
মনে মনে ডেকেছিল আমাকে, শুধুই আমাকে
এই বৈশাখের দাবদাহে তিনিই তো লিখেছিলেন
"দারুণ অগ্নিবাণেরে..", কিংবা "আমি বৃষ্টিবিহীন, বৈশাখী দিন.."
কিন্তু, আমরা এমন সুন্দর করে লিখতে পারি না কেন?
আচ্ছা, যদি এমন হত?
'রবীন্দ্র জন্ম জয়ন্তী'-তে আমরা সম্মিলিত রবীন্দ্র সঙ্গীত গাইছি
"এসো হে এসো সজল ঘন বাদল বরিষণে
বিপুল তব শ্যামল স্নেহে এসো হে জীবনে"
আর তখনই একমুখ সাদা লম্বা দাড়ি নিয়ে লাঠি হাতে
রবিঠাকুর এসে দাঁড়িয়েছেন আমাদের মঞ্চের পেছনে
কিছুটা অলৌকিক ভাবেই যেন রবিপুজোয় আমরা পেতাম তাঁকে
আর, বৃষ্টির আশীর্বাদ রবি কথামালায় সম্পৃক্ত হয়ে ঝরে পড়ত সেদিন!
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/04/ankurisha-emagazine-bengali-poem-in_26.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন