পৌষ পার্বণের কবিতা
দুর্গাদাস মিদ্যা
সফলতা
মহৎ শব্দের কাছে এলে
চোখ দুটো চকচক করে ওঠে
করপুটে যা কিছু সাজানো থাকে
হঠাৎ দুমদাম পা ফেলে ছোটে।
ভাবি এ কেমন খেলাঘর
দরদর ঘাম বেয়ে যায়,
নিবিড় শস্যদানার মতো
এ জীবন প্রতিদিন ঘুরপাক খায়।
তবু দেখো চুপিচুপি এসে
সময়ের কাছে দাঁড়ায়।
আনমনে ফিরে আসে ঘরে
লিখে রাখে যাবতীয় অভিজ্ঞতা তার
এভাবেই সফল হয় সাজানো সংসার।
সম্পর্ক
সম্পর্কের শীতলতায় জল জমে বরফ হয়
সুনিবিড় ছায়া ছুঁয়ে থাকে গাছ যেভাবে
সেভাবে ঘোরতর সংসারী হতে চাই আমি
তোমাকে ছুঁয়ে।
এইযে ঘরে ঘরে ভালোবাসার তোরণ তৈরী হয়
সে তো আর এমনি এমনি নয়
চারপাশ ঘিরে থাকে ভালো সম্পর্কের
নিবিড় আশ্রয়। তাই মান্যতা পায় সামাজিক
পরিচয়। নতুবা সব খেলাঘর
বাসর ভাঙে গোপন সম্পর্ক-হীনতায়।
সুনিবিড় ছায়া ছুঁয়ে থাকে গাছ যেভাবে
সেভাবে ঘোরতর সংসারী হতে চাই আমি
তোমাকে ছুঁয়ে।
এইযে ঘরে ঘরে ভালোবাসার তোরণ তৈরী হয়
সে তো আর এমনি এমনি নয়
চারপাশ ঘিরে থাকে ভালো সম্পর্কের
নিবিড় আশ্রয়। তাই মান্যতা পায় সামাজিক
পরিচয়। নতুবা সব খেলাঘর
বাসর ভাঙে গোপন সম্পর্ক-হীনতায়।
মিথ্যে অনুভব
বিষন্ন যতিচিহ্ন পার হয়ে ফিরে আসি ঘরে, বহুদিন পরে ।
থরে থরে সাজানো আদর ছুটে এসে হাত দুটি ধরে
হাজার আলোর রোশনাই জ্বলে ওঠে ঘরে।
সে সব কিছু মেকি নয় বুঝেছি অনেক দিনের পরে।
হৃদয় আসন সে তো শূন্য ছিল না কোনদিন
নানা দোলাচলে ঘুরেছি ফিরেছি নানা দেশে অবশেষে বুঝেছি সব মিথ্যে অনুভব ।
আপনার যারা তারাই চিরকাল আপন হয়
বাকি সব মিথ্যে অনুভব
শুধুমাত্র পথের সঞ্চয।
------------------------------------------------------------------------------------------লাইক করুন ও মতামত জানান।
ankurishapatrika@gmai.. com
----------------------------------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন