গুচ্ছ কবিতা
ভাগ্যশ্রী রায়
কবি-মানুষ
অতি বৃষ্টি, ধোঁয়া ভেজা কাঠ
রাঁধতে দেয় না একমুঠো ভাত
মাছি ভনভন,ডেঙ্গু করোনা
ক্ষিদে-কবিতা সাথে হাঁটে না
সবুজ পাতারা,একগাল হাসে
ওরা কবিতায় শুধু ভালোবাসে
অক্ষর গুলো আধগলা ঢেউয়ে
সাঁতরে বেড়ায় খোঁজে পার
দুটো হাত তবু কবিতা বোনে
আমি যে কবি মানুষ বেকার।
যদি দেখা পাই
পড়ে আছে শিথিল কার হাত
আলতো আঙুল মুঠো ধরতে
চায়,কবিতা ছুটছে হুট খোলা
এক গাড়ি,পাতা খুলে যায়
অতীত অধ্যায়,ফিরতে চায়
পৈঠা, দর দালান, কেউ সাজে
না,আলতো খিলি পান,সপ্ত
সুর,প্রিয় স্বরগম ম্লান,সন্ধ্যা
নামে,ছায়ারা হারায় শরীর
মুঠো দুটো,স্পর্শ গভীরে স্থির
চারপাশে মধুমাছিদের ভিড়।
কবিতা খামার
সবাই যাকে দামে কেনে
কবি্মাত্র এক রঙে বোনে
ডোবা ছেড়ে সমুদ্র স্নান
আলুভাতে ভাত অমৃতোপম
মাটির গন্ধ মাজে গা
ঘুমপাড়ানি গান অজ গাঁ
কাদামাখা পথ কবিতা ছাপে
এখানে কি কেউ সময় মাপে?
আলেয়াও নেয় সঙ্গ আমার
জোড়ে পংক্তি ভাঙা আলপথ
অনতিদূরে কবিতা খামার।
কবিতা শরীর
দূর থেকে দেখি
বুনে যাই অদৃশ্য
কোমল শীতলপাটি
ছুঁতে গিয়ে ফিরে আসি
হয় যদি পাতার শরীর
হয়ে যাবে
বিবর্ণ হলুদ
বৈভব খসে পরে
করুন দীনতায়
হয়তো বা চেনা সুর
অভিমানে বুকে
পাক খায়
বা কোনো ছোট্টকথা
ফুরিয়ে যাবে
ফুস মন্তরে
তারচেয়ে এই ভালো
আমি হয়ে যাই
কবিতা শরীর।
----------------------------------------------------------------
মতামত জানান
এই বিভাগে মৌলিক ওঅপ্রকাশিত লেখা পাঠান
ankurishapatrika@gmail. com
----------------------------------------------------------------
ভালো লাগল
উত্তরমুছুনসুন্দর প্রকাশ ও ভাবনা
উত্তরমুছুনসুন্দর প্রকাশ ও ভাবনা
উত্তরমুছুন