লেবেল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

গুচ্ছ কবিতা।। গৌরী পাল

 


--------------------------------  

গুচ্ছ কবিতা 

গৌরী পাল  

-------------------------  


ফটোগ্রাফি- প্রদীপ কুমার রায়  


 


দিনগুলো কাটছে কোন রকমে


দিনগুলো কোন রকমে কেটে যাচ্ছে

দ্রুত এক পা দু'পা করে 

 এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে।

শুধু অপেক্ষায় আছি জীবন

 মৃত্যুর সন্ধিক্ষণে,

মৃত্যু হলেই সব শেষ।


নতুন করে জন্ম নেবো 

থাক না তোমার অবহেলা,

জীবনটা চলছিল ভালো

 মন্দের ব্যথা নিয়ে।

ভালোবেসে ছিলাম ভুল মানুষটিকে,

হাঁপিয়ে উঠেছিলাম।

জীবন কাটাচ্ছিলাম জমানো

 অনেক ব্যাথা নিয়ে।



হঠাৎ পেলাম তোমার দেখা

মনে হলো আর এক বার জন্মালে

তোমাকে পাবো আপন করে।

আজ আমি হেরে গেছি লড়াইয়ে,

মিশে যাবো তোমার সাথে

হারিয়ে যাবো তোমার মাঝে।

স্বপ্নে ও ভাবিনি আসবে এমন দিন,

তোমাকে নিয়ে কাটাবো সুদিন।


নতুন করে জন্ম নেবো

দিনের শুরু আর শেষটা

হবে না তোমাকে ছাড়া,

তোমার কথা ভেবে কাটে প্রতিটা ঘন্টা।

তোমার কথা ভেবে ভেবে

 আমি হই ক্লান্ত,

তোমায় নিয়ে লিখবো অনেক কথা।


আর একবার জন্মালে

মনের যতো আশা আছে পূরন করে

হবো দুজনে দুজনার সাথী।

তোমার প্রথম প্রেমিক হবো,

হবো আমি সুখের ঠিকানা।

 তোমার হাসি লাস্যময়ী,

চাওনিতে আমি অতুল

 সমুদ্রের তলিয়ে যাই।

আর একটি জন্মালে

 ভালোবাসবো যতন করে।





পোড়া মনের গন্ধ


প্রতিদিন দিনে রাতে জ্বলে

কতো মানুষের চিতা,

দূর থেকে দুরান্তে কোথাও না কোথাও,

পুড়ছে কতো মানুষের মন।

জেগে জেগে রাত ভোর হয়,

ভেসে আসে প্রেম পোড়া গন্ধ।

নিশাচর পাখি করুন সুরে ডাকে,

মনের চিতা জ্বলতে থাকে

ক্ষয়ে যায় বুকের পাঁজর।

মরুভূমির মতো ধূধূ করে বুকের ভেতর,

নিস্তব্ধ অন্ধকারে প্রতি রাতে

হৃদয়ে চিতার আগুন তীব্র হয়ে ওঠে।

প্রতি রাতের গল্প গাঁথা বেদনায় ভরা,

মনের ব্যথার বিষে তোলপাড় হয় মন।

কিসের শোকে জানি না ঝড়ে পড়ে

জীবন্ত গাছের পাতা।

দাবানলের আগুনে পুড়ছে

পশুপাখির মন,

তাদের দেখে প্রকৃতি কাঁদে।

আমার পোড়া হৃদয় দেখে কে কাঁদে?

কোথাও মানুষের মন বেঁচে নেই,

তবুও চলছে লড়াই আর ভালোবাসার যুদ্ধ।




কেমন আছো

 

কেমন আছিস পার্থ

তোকে আজ বড্ডো অচেনা লাগছে, মনে ঝড়ের আভাস পাই যে,

রোদ খেলে যাচ্ছে তোর ঐ মুখশ্রীতে।

মন ভোলানো হাসি দাপিয়ে বেড়াচ্ছে,

তোর গোলাপী ঠোঁটের বারান্দাতে ৷

দুঃখের ভীড় আজ চোখের আঙিনায়।

তাইতো শূন্যতায় তোমার দৃষ্টি হারায়।

স্বপ্নেরাও হয়তোবা সেথা পথ হারায়

আর আমি তোর চেনার অপেক্ষায় ৷

পার্থ

হাতে হাত রেখে পাশাপাশি আছি বসে

তবুও যেন  দুরে মনে হচ্ছে তোকে

যেই আমার স্পর্শে তুই পুলকিত হতি

সেই স্পর্শে আজ তুই চমকে উঠলি৷

কি এমন ভয় তোর মনের অগোচরে দাপিয়ে বেড়াচ্ছে

তোর মনের ঐ অলিগলিতে বলবি আমায় প্রান খুলে,

ইদানীং যেনো গুটিয়ে নিচ্ছিস নিজেকে

আমার স্পর্শ আর ভালোবাসা থেকে ৷

পার্থ

তুই কি পালাতে চাইছিস  আমার থেকে

যেতে চাইলে বাধা দেবোনা তোকে

জানি একদিন ঠিকই ফিরে আসবি আমার কাছে 

আমার মনের সেই চিরচেনা গোলিতে ৷

 জোর করে ধরে রাখবো না তোকে

যেতে দিলাম তোকে।

ভালোবেসে যদি ফিরে আসিস

হৃদয়ে রাখবো তোকে যতন করে।

তখন শক্ত করে ধরবো তোর হাত,

ছিনিয়ে নেয় না যেন কেউ,

হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত হয় উথাল পাতাল ঢেউ।




----------------------------------------------------------------

এই বিভাগে লেখা পাঠান

মতামত জানান

ankurishapatrika@gmail. com

 ----------------------------------------------------------------             



1 টি মন্তব্য: