ইন্দ্রপতন ও নিস্তারিণীর অনন্যোপায়
অ ল ক জা না
ঘটে যাওয়া এমন কিছু মুহূর্তের কারণ অনুসন্ধান করা বেশ কঠিন কাজ। মৃতলোকের প্রাণ ফেরানোর মতোই দুষ্প্রাপ্য। অধরা কারণেই থেকে যায়, থেকে গেছে ঘটমান দৃশ্যের গুটিকতক ভগ্নাংশ। এই থাকা হতে পারে আকাশে মৃয়মান তারার প্রভা। লাগাতার উটকো না চাওয়া মেঘের দৌরাত্ম্য চলতে থাকলে এই সব চিরপরিচিত চিত্রলেখা ক্রমশ ধূসর হয়ে পড়ে।
কিছু প্রতিশ্রুতি তাই সময়োচিত রচিত হয়।
কোন একসময় সব চুকেবুকে গেলে মানে ঋতু ভাঙলে নিজেকে মনে হয় একদম বোকার হদ্দ। আসল কথা হলো তখন "কী বোকাটাই না ছিলাম !"
সবই ঠিকঠাক। হঠাৎই জ্বর। দূরত্ব বাড়লো। সেদিন জ্বর হয়তো অন্তরেই নিয়েছিল বাসা। তারপর যা হয় হিসেবের বাইরে সব শেষ !
পুরনো স্মৃতি উসকে কটাদিন কেটে গেল ঘোরের মধ্যেই। ধীরে ধীরে নিজের চেনা অক্ষরেখায় না ফিরে গত্যন্তর নেই তো ? কলম লেখার টেবিল জ্যোতির্ময়ী কবিতার হাতছানি বিমুখ ফেরায় সাধ্য কার ? সেই অক্ষর ঐশ্বর্যের নাগালে এসে অকপট শিশু সরলতায় স্বীকারোক্তি দেওয়া খানিক উপশম বোধের সুযোগ আর হাতছাড়া করা গেল না।
লিখতেই হলো...কিছু সম্পর্কের ইন্দ্রপতন ও প্রেমিকার বিমুখ অনন্যোপায়ের সঙ্গে সমানুপাতিক। প্রতিদিন কুশল বিনিময়। দিনপঞ্জির সঙ্গে মিশে থাকার পর হঠাৎ নিভে যাওয়ার গুহামগ্নতা প্রিয়জনকে দিশেহারা করে। এই অতিমারী নিষ্ঠুরতা এখন সহচরী ছায়া। পরিস্থিতির শিকার হলে প্রিয়মুখে শুরু হয় অসহ্য অনাচারের চাষ !
জানি না এক্ষেত্রে পরিস্থিতি নাকি লুকনো প্রবৃত্তির ফালরূপে আবির্ভাব ? অসহায়তা শাসন করে খাঁ খাঁ লাগে পরমায়ুর কয়েকপ্রস্থ প্রহর। কী বা করা যায় শপথের মুখ অচেনা হলে সিদ্ধান্তের পথ পরিবর্তনই আরোগ্যলাভের একমাত্র দিশ। মেধার পরিস্রুত জল-আলোয় স্নান সারলে আর এক জন্মদিন। উৎসব মুখর হোক। কিছু পণ্ডশ্রম আত্মজৈবনিকতায় কাঁটা হয়েই ফিরে আসে।
সহ্য করার নামই আক্কেলসেলামি বা পচে যাওয়া আবেগী ফসল। কিছু ভুল আজ কাল পরশু যে কোন দিন বিপর্যয় নিয়ে আসবেই তো। তার জন্য আদপে কেউ প্রস্তুত থাকে না। আমিও না। ঘটে গেল সেই ভাঙন বিপর্যয়। ধরাযাক একটি ইন্দ্রপতন। মানে একটি নিপাতন সম্পর্ক আমার থেকে চেয়েছে মুক্তি বা অনন্যোপায়। আসলে সেই গগন, সেই নিস্তারিণী।
----------------------------------------------------------------
মতামত জানান।
মৌলিক ওঅপ্রকাশিত লেখা পাঠান।
ankurishapatrika@gmail. com
---------------------------------------------------------------------
খুব সুন্দর হয়েছে।
উত্তরমুছুনঅনেক শ্রদ্ধা জানাই।
উত্তরমুছুন