মাথায় ঢালে ঘোল
পানির ভেতর ছাগলছানা
সাঁতার কাটে ছড়িয়ে ডানা
চিতল বলে হাসতে মানা
বোয়াল বলে চুপ,!
মুরগি শেয়াল বাজায় বাঁশি
চিংড়ি হাসে মিষ্টি হাসি
কলসি কাঁখে বেড়াল মাসি
পড়ল ধপাসধুপ ।
তাই না দেখে নেংটী ইঁদুর
মাথায় মাখে আলতা সিঁদুর
সিংহ বাজায় ভৈরবী সুর
পিঁপড়া বাজায় ঢোল
ছাগল হঠাৎ লাফিয়ে ওঠে
চিতল বোয়াল জোরসে ছোটে
খলশে মাগুর খুশির চোটে
মাথায় ঢালে ঘোল।
কাজের মাঝেই
গভীর রাতে স্বপন দেখি
সকাল যখন হয়
ইচ্ছেগুলো পাখির মত
ওড়ে আকাশময়
কল্পনা আর বাস্তবতায়
হয়না কোন মিল
স্বপ্ন যেন তাই হয়ে যায়
লাল সাদা গাংচিল.!
এমনটি তো হতেই পারে
আজ আছি কাল নাই
তাই বলে কি বিফল হবে
পুরো জীবনটাই ..?
দুঃখ পেলেই কাঁদে মানুষ
তাইতো সুখের দাম
বড় রকম করলে কিছু
যায় ছড়িয়ে নাম..
মন্দ ভালো সব মিলিয়েই
জীবন সুখের হয়
কাজের মাঝেই মেলে
সবার সঠিক পরিচয়।
মন মাঝি
মন মাঝি তুই পাতবি কোথায়
সাধের আসনখানি
খুব বেড়েছে ঠকচাচাদের
নষ্ট কানাকানি...
চারিদিকে ময়লা ধুলো
বুকে বিষাদ ক্ষত
মানবতার অকাল মরণ
হচ্ছে অবিরত
নিষ্ঠুরতার আগুন সবাই
জ্বালছি নিজের হাতে
বোধের বাগান যাচ্ছে পুড়ে
দ্বন্দ্ব ও সংঘাতে
মানুষ হয়েও পরাজিত
হচ্ছি লোভের কাছে
এর'চে বেশি লজ্জাদায়ক
আর কিছু কী আছে !
মানবপ্রীতির নামতাগুলোও
যাচ্ছি সবাই ভুলে
মন মাঝিরে নাই কিছু
আর নীতির অনুকূলে ..!
সোনা রোদের রঙ ছড়িয়ে
সোনা রোদের রঙ ছড়িয়ে
রোজ সকালে সূর্য ওঠে
দোয়েল পাখির গানের সুরে
ফুলকলিরা নিত্য ফোটে
বারোমাসি খবর নিয়ে ঋতুর মেয়ে নায়র আসে
তার ছোঁয়াতে খুনসুটিতে মেঘ বালিকা মিষ্টি হাসে।
অরুণ বরুণ কিরণমালার
স্বপ্নে মাতে ফুলকুমারি
কিশোরবেলার গল্পগাথা কেউ কি আহা ভুলতে পারি!
বনবনানী পাহাড়জুড়ে গাছগাছালির শ্যামল ছায়া
জোনাক জ্বলা রাতের মতোই
ভীষণ সুখে বাড়ায় মায়া
তাল সুপুরির ডালে বসে বন পাপিয়া যখন ডাকে
তখন খোকা মন হারিয়ে,
অবাক চোখে উদাস থাকে
কূলছপানো ভাবনাগুলো নদীর মতো অবাধ ছোটে
কুটুম পাখির গানের সুরে
বুবু হাসে রাঙা ঠোঁটে!
পড়লাম। বেশ লাগলো।
উত্তরমুছুনখুব সুন্দর ও নান্দনিক আয়োজন ।। ভীষণ মুগ্ধ হলাম এমন আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। আন্তরিক শুভকামনা জানাই সকল গুণীজনদের।
উত্তরমুছুন