লেবেল

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ



 


চলপাখি গাই বুকখুলে


বুকখোলা রক্ বৃষ্টিরা 
বোতামের চোখ বাঁধছে কেউ
ইনডোর ফুল নীলপরি
তোর ঘাম নদী ঘামছি ফাউ

সেই যাবি বল তীর ভেঙে
বনসাই বোধ হাঁটছে কেউ
তোর পাখি ভুল রাত ক'রে
জানালার ডাক নামছি ঢেউ

পিঁপড়ের মুখ ডিম ফোটে
কিশোরীর গান বাঁক নিলে
দ্বীপ জ্বেলে দিক ঘুমপাহাড়
চল পাখি গাই বুকখুলে







চোখ ধরে জানবি তুই


আচ্ছে মন ভরতে দিস গান পাগল একলা দিক  
যাচ্ছে যাক সলতে ঝাঁক জল কথায় ডুবছি ঠিক 
সেই ভালো  নামছি ডাক খুব গভীর  স্বপ্ন কাঁচ
মিস কালো ভাঙলো চুপ রূপ কথার আংটি পাঁচ 

রাত জলা উঠছে ফুল মূল কথার একটি নল
ঠিক ভোরে বলবি বল ঘোর  ফগের বিন্দু জল
তোর ঘরে পাতলা চাষ ভুল  তোলে টুকলি বাজ
চোখ ধরে জানবি তুই তোর নামেই গুণ্ডা রাজ। 






খেয়ালের মেঘ উড়ছে জল   


নীল বেঁধেছিস মাস্তুলে
খেয়ালের মেঘ উড়ছে জল   
দিন ফেলেছিস ডুবতলে
রংতারা কুঁড়ি ফুটবি চল

দল জমেছিস তার বাগান 
খোঁজ হারানোর দূরসীমায়
বনময়ূরী তোর জোয়ান 
জিন্সমেঘ ছেঁড়া নীল জামায়

চুল বেঁধেনিস হিম পাহাড়
গালভরা রোদ গলছি না
স্লিম নদী স্লিম বাংলো ছাড়  
সাদামেঘ কালো গুলছি না।




 ছিটমাথা 


গুলতির টান ছুটছে  মাথা 
পাখা তোর বুক লুকিয়ে রাখ
একটি আঘাত বহু মৃত্যুর 
হাঁটাপথ ঘড়ি  মহুল থাক

আলো হারালে ব্ল্যাক হোস্টেল 
তবুও শব্দ টিক্ তোকে খুঁজি
পাহাড়ী গানের নদী সুরকার
অতসী গিয়েছে ভেতরে বুঝি

ঘুড়ি কাটলেই সুতো ডুৃবোরু
সুতোকি গলির স্পর্শ মানেনা 
ঘুরছে লাটাই ছুটছে মাথা 
মাঝে ডেস কত ভুলেও ভাবিনা। 




 ফুরুত  আতুরে নীল সীমানা 



গুলতির টান ছুটছে  মাথা 
পাখি তোর বুক লুকিয়ে রাখ
একটি আঘাত বহু মৃত্যুর 
কাঁটাপথ ঘড়ি  সময় তাক

আলো থেমেছে ব্ল্যাক হোস্টেল 
তবুও শব্দ টিক্ তোকে বুঝি 
পাহাড়ী গানের নদী সুরকার
অতসী গিয়েছে ভেতরে খুঁজি

ঘুড়ি কাটলেই সুতো ডুৃবোরু
সুতোকি গলির স্পর্শ জানেনা 
গুলতির টান ছুটছে মাথা 
ফুরুত আতুরে নীল সীমানা। 




যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান। 
মতামত জানান
bimalmondalpoet@gmail. com        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন