----------------------------
সুস্মেলী দত্ত
------------------
মন্ত্রগুপ্তি
বারবার আসি থমকে দাঁড়াই হয়নি হয়নি
বুকের পাঁজর সহস্রবার ভাঙছে যদিও
তবু জলকেলি দানবী দানব আরও বারো তের
অগুনতি বোধ ঝরল অবাধ আহা স্বর্গীয়!
কিভাবে কেমন কখন ঘটেছে শুরুর অশেষ
কান পাতি শুনি অথবা নিশুতি তারায় তারায়
চোখ থেকে ঠোঁট দিগন্তপার আবেগ অন্তে
ভাবনা চাবুক কলম কাগজ কবিতায় পায়–
ভাসে আনমনে উত্তাল ডিঙি ব্যাপক সে ঢেউ
শব্দে বাক্যে হু হু দূরভাষ নৈর্ঋত মন
একে একে সব নির্ভার দেহ এলোমেলো চুল
ছন্দ পাগল আলিবাবা আর গুপ্ত দহন।
একুশ সংলাপে
একুশ আমার একুশ তোমার আমাদের ভাইবোন
বসন্ত প্রেম থাক তোলা থাক কান পেতে ওরে শোন
ডাকছে আকাশ ডাকছে বাতাস পৃথিবী ডাকছে আয়
ঝুলন দোলায় মিলন যা হোক চলে আয় পায়ে পায়ে
যেখানে পড়েছে, শহীদের লাশ টুকটুকে রঙ লাল
রক্ত গোধূলি ওর মতো থাক ধকধকে হরতাল
কোথায় সালাম বরকতভাই জবার রফিক তোরা
অমানুষ রোগে মানুষ মেতেছে কুটিল শঙ্খবোড়া
কিসের নেশায় ছুটছে পৃথিবী পরের অন্ন ভোগ
অথচ একুশ অমর সেদিন মায়ে–মাটি সংযোগ –
এখনও সময় আছে তবু চল জেগে থাকা ক্ষীণ আশা
বেইমান স্বরে জ্বলুক প্রদীপ দুঃস্থ মাতৃভাষা
বেঁচে থাক তোর স্বজন ভজন সুখে থাক বহুদিন
মধ্যে সময় কাটছে .. বাড়ছে মৃত ভায়েদের ঋণ
শুধবি কিভাবে বুকের পাথর সরাবি কেমন করে
প্রতিবাদ চাই, প্রতিকার চাই বাংলার ঘরে ঘরে।
পণ্য
প্রথামতো আজ বিছিয়ে দিয়েছি নখ
এলোচুলে মাখা গন্ধরাজের ভ্রুণ
বিষণ্ণ চোখ ইশারায় কথা টথা
ছিপছিপে নদী মাফ করা সাত খুন
এরপর তুমি উন্মাদ হাসিমুখে
চিলেকোঠা থুড়ি বারান্দা ওসপার
উল্টো বাসন ব্যঞ্জনে হাতকড়া
বাগান তা থৈ দুর্গম গ্লেসিয়ার
শরীর ছেড়েছি যুদ্ধ সেনার বেশ
সংলাপহীন উদ্ধত নাক হাঁটে
এর নাম আদি অন্তে মিথ্যাচার
লকলকে চাঁদ জ্যোৎস্নার নাভি চাটে
কায়দা আদব চুলবুলে আনজানি
ঠোঁটের ডগায় চেকনাই মউমাছি
যাহোক তাহোক বাঘ শেয়ালের বনে
দিব্য আছি, সত্যি ভালোই আছি।
বসন্ত কথায়
শুনছ আকাশ, বসন্ত এসে গেল–
বাতাস শুনেছ, বসন্ত ধারাস্নান?
রামধনু রঙ আবির ছড়াছড়ি
শরীর শরীর চুলবুলে আনজাম
বসন্ত থাক, দেরাজটা হাটখোলা
ভুল বসন্ত আলাপন প্রতিদিন
চিলের কোঠায় উন্মাদ চখাচখি
শুধছে গোপনে জন্ম মৃত্যু ঋণ…
বসন্ত নাকি অবাধ্য ভাঙা নীড়
চোখ নয় মেঘ, ওষ্ঠের হাহাকার
বিলাপ আগুন প্রতিরাত দাবানল
হু হু দাম্ভিক ক্ষণে ক্ষণে বারবার
হোক বসন্ত তোমার আভোগে লীন
প্রেম প্রেম ডিঙি ভাসছে সাগরজলে
সুঠাম পৃথিবী দুর্বার হিজিবিজি
বসন্ত মানে, ইতিহাস কথা বলে –
শুনেছি সে প্রেম নামছে বৃষ্টি যেন
ভালোয় বাসায় বাসন্তী সংলাপ
রোদ বসন্ত জড়িয়েছে প্রাণমন
আসল নকল পূণ্য এবং পাপ।
ক্রাশ
আপনি তখন জড়িয়ে থাকার নাম
আপনি যখন উল্টো সোজায় বাস
মেঘলা বাকল পরতে ছিঁড়তে দেখি
আপনি ছিলেন স্বয়ং সর্বনাশ
এখন আপনি নষ্ট ফুলের তোড়া
অসাবধানের সহজ সর্বনাম
চলতে ফিরতে শেষ বিকেলের রোদ
তারায় তারায় রাজনীতি সংগ্রাম
এবার এখন ফেরার কথায় আসি
ঠিক দুপুরের বিষয়আশয় মন
বিজ্ঞাপনের অবাধ্য লাল ঘোড়া
আমার আপনি আমার আপনজন
আপনি সে এক স্বপ্ন দেখার মাস
আপনি শরীর, চূড়ান্ত মৌমাছি
সাঁতরে চলুক সপ্তসাগর পার
আপনি আছেন বলেই আমিও আছি।
আমাদের ভালো লেখাই কাম্য।
অবশ্যই পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানবিধি অনুসরণ করে আপনার অপ্রকাশিত গদ্য কিংবা পদ্য পাঠান।
bimalmondalpoet@gmail. com
খুব সুন্দর লাগলো। ভালো থাকবেন
উত্তরমুছুন