পাপিয়া গোস্বামী
বিষ
এই বছর হাড় কাঁপানো শীতে
যে কালসাপ কুণ্ডলী পাকিয়েছিল
শীতঘুমে বাড়িয়েছিল যত বিষ
ঋতুরাজের আগমনে ছড়িয়েদিল
বসন্তের মাধুর্য রূপের লালিমা
ভরে গেল ঘন বিষাক্ত কালিমায়
বিষ ছড়াল পৃথিবীর সব প্রান্তরে
বিশ্ব জর্জরিত বিষের জ্বালায় ।
দেশ দেশান্তরে সহস্র শবদেহ
চলেছে স্বজনের অশ্রু -বিহীন
প্রতিদিন প্রতিনিয়ত মানুষের
মৃত্যু ,অন্তিম -সংস্কার বিহীন।
প্রকৃতির সর্ব শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
আজ সত্যিই অত্যন্ত অসহায়
তারই গগনচুম্বী আকাঙক্ষা
লোভ অহংকার প্রতিহিংসায়।
মরণ ফাঁদ পেতে বসে রয়েছে
লঘু-গুরু উচ্চ-নীচ বিচারের স্তম্ভ
মানুষকে করেছে চরম দাম্ভিক
চূর্ণ-বিচূর্ণ হয়ে চলেছে সব দম্ভ।
যে দূরত্ব গড়েছে নরনারায়ণ
তার পিঠ গেছে দেওয়ালে মিশে
নিজের চারিধারে প্রাচীর নিয়ে
ধুঁকছে শুধু একাকিত্বের বিষে।
মহাকাল
জীবন বৃক্ষ হতে প্রতিদিন
একাধিক পাতা ঝরে পড়ছে
একটি একটি করে নিঃশব্দে।
পাতা গুলোর রঙ এখনো
বাদামি বা ধূসর হয়নি
তবুও খসছে অনবরত ।
জীবনের ছোঁয়াছুঁয়ির ছলে
কে কখন কাকে ছুঁয়ে চলেছে
বুড়ি ছোঁয়ার মতো অজান্তে ।
অভিশপ্ত বিষাক্ত জীবাণু
খেলছে নিষ্ঠুর খেলা অলক্ষ্যে
গ্রাস করতে জীবন বৃক্ষ ।
জানিনা কারা পাবে নিস্তার
কারা বাঁচবে চরম খেলায়
মহাকালের মুষ্টি ছাড়িয়ে ।
চারদিকে বীভত্স বিভীষিকা
পারাবার ঘোর অন্ধকার
ভেসে আসুক সঞ্জীবনী- বাণী।
অভিশাপ
কত খিদে ছিল মা, তোর পেটে
আনারসের লোভে ছুটেছিলি খেতে,
বিষের আগুনে প্রাণ গেল পুড়ে ,
উল্লাসে ওরা উঠে ছিল মেতে ।
বুঝিসনি মা, ওরা মানুষ জাত
ভালোবাসা নেই স্বজনের প্রতি
নিষ্ঠুর পিশাচ পাজি নরাধম
সবার সঙ্গে নিজের করে ক্ষতি ।
লোভী আর চরম স্বার্থপর
বনজঙ্গল কেটে করেছে সাফ
থাকা খাওয়ার কষ্ট ওদের জন্য
জেনে রাখ ওদের নেই মাফ।
পৃথিবীকে দিয়েছে বিষে ভরে
প্রকৃতির সাথে করে শুধু খেলা
গুনে গুনে হিসেব হবে সবার
দেখিস কেউ বাঁচবেনা এই বেলা।
পৃথিবীর সুখে ভরেনি তো মন
যায় আসে মঙ্গলে, চাঁদে ঘুরে
সূর্যটাকেই পায় কেবল ভয়
নইলে ছাই হয়ে যাবে পুড়ে ।
ভালোবাসার রঙ
ভালোবাসার রঙ কেন লাল
জানে কি পলাশ শিমুল?
গন্ধে বাতাস মোহিত করে
ছোট্ট ব্যাকুল বকুল।
কালো কেন ময়না কোকিল
সাদা টগর গন্ধরাজ
দোল লাগাল সবার মনে
ফাগুন দিনে ঋতুরাজ ।
গোলাপি জানি কারো ভালোবাসা
কারো আবার সবুজ
মনছুঁয়ে যায় হাজার রঙ
মনতো আসলে অবুঝ ।
প্রাণের আবীর দোলের আবীর
দাও সবাই ছড়িয়ে
আজ মধুর বসন্ত থাক
ভালোবাসায় জড়িয়ে ।
মুখোশ
চোখের মাঝেই ভালোবাসা
চোখেই আসে জল
আয়না মনের চোখ যে সবার
জানিস কিনা বল ?
মুখতো এখন ঢাকা আছে
থাকবে কত কাল ?
চোখে চেয়েই বুঝতে হবে
আসল নাকি জাল ।
মুখের সহজ সরল ভাষা
দুষ্টু মিষ্টি সৃষ্টি
দেখবে না যে মধুর হাসি
থাকল শুধু দৃষ্টি।
মুখটা যারা চায় ঢাকতে
তারাই ভালো থাকুন
লাগবে নাতো মুখোশ আর
শিকেয় তুলে রাখুন ।
অপ্রকাশিত গদ্য ও পদ্য লিখে পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন