লেবেল

বুধবার, ২০ মে, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ


                                      প্রাণনাথ শেঠ


    হাঁটছি



১.

হাঁটছি
নদীর দিকে গেছে যে পথ
জল জঙ্গল - হরির থান পেরিয়ে
সাগরমুখী যে চলায় হাঁটি হাঁটি, হাঁটে চাঁদও
হাঁটছি - কী অমোঘ মোহে লালসায়
হাঁটাই গতি  না জেনেই
সংসার পরিজন সব নিয়ে
হাঁটছি অনন্তকাল

২.
হাঁটছি
পূব থেকে পশ্চিমে
দিন রাত্রির তোয়াক্কা না করে
ডাইনে-বামে, বসতবাড়ি শ্মশানঘাট খেলার মাঠ
সব সব ছাড়িয়ে- হাঁটছি কোন অভিমুখে
শুরু বা শেষের সংকেত ছাড়াই
গোড়ালি ফাটিয়ে, মুখে রক্ত তুলে
হাঁটছি নিরুদ্দেশ যাত্রায়।

৩.

হাঁটছি
হাঁটার নিয়ম ও সূত্র ভুলে
অসহ্য যন্ত্রণা নিয়ে - প্রলোভনে
তাই রাস্তা বেঁকে যায়, হারাই নদীকেও 
বারবার মনে হয়, থেমে যাই দুদণ্ড কোথাও
খুঁজি পান্তপাদপ সরাইখানা
বুঝি না রাস্তা কোথাও থামে না
থামা নেই তার জীবনে।

৪.

হাঁটছি
কোন পথে
যে পথে হিউয়েন সাঙ পেয়েছে ভারত
শক হূন পাঠান কেড়েছে রত্নরাজি আমাদের
নাকি সারমেয় সঙ্গী ধর্মরাজ বিহান-বেলায়
হেঁটে হেঁটে ঝরায় পরাজয়- গ্লানি
আশ্চর্য সুন্দর প্রশান্তির দেশের জন্য
অস্বীকার করে সব বাধা-বন্ধন।

৫.

হাঁটছি
জন্মনাড়ি ছেঁড়ার থেকে
সব পথই বৃত্তাকার অথবা উপবৃ‌ত্তাকার
না জেনেই সোজা হাঁটতে গিয়ে ছিটকে পড়ি
আছড়ে পড়ি অনিশ্চিত অসীম গহ্বরে
শাপ-শাপান্ত করি আদম-ইবকে
কিছুতেই স্বীকার করি না নিজের
লক্ষ্যহীনতা অক্ষমতাকে।



লেখা পাঠান
bimalmondalpoet@gmal.com  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন