লেবেল

বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

নির্বাচিত কবিদের কবিতাগুচ্ছ



                              দীপক বেরা



  প্রাণের আর্তনাদ


মানুষ ছুঁয়েছে অসীম আকাশ 
পাড়ি দেয় মহাকাশ... 
ভুলে গেছে,... মাটি জল বাতাস।

খুঁজে দেখেনি কৃষ্ণচূড়ার রঙ 
বসন্তের কচি কিশলয়.... 
কোকিলের কুহুতান, শিউলি পলাশ।

ভুলে গেছে প্রাণ কতো সুন্দর 
পৃথিবী কতো মায়াময়... 
বাকি আছে জীবনের কতো অভিলাষ! 

বিজ্ঞান, ...সভ্যতার ক্রমবিকাশ... 
ক্ষমতা কায়েমের আগ্রাসন... 
পারমাণবিক মদমত্ততার বিষ-নিঃশ্বাস।

পৃথিবীর মহার্ঘ বাতাবরণের নাভিশ্বাস 
দূষিত মাটি জল বাতাস... 
উত্থান মারণ 'করোনা' ভাইরাস।

বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল,... গলিত লাশ
অসহায় প্রাণের আর্তনাদ... 
নীরব সাক্ষী হয়ে জেগে থাকে ইতিহাস ! 


 মা ও ভালোবাসা 


মা, ভালোবাসার সমার্থক 
একে অপরের পরিপূরক। 
আমার চেতনায় তুমি 
আমার হৃদয়ে তুমি 
মাতৃদিবস-এর মানে বুঝিনা... 
কোনো বিশেষ দিনে তোমাকে খুঁজিনা।
তুমি আছো মনখারাপের প্রতিটি অণুতে 
তুমি আছো প্রতিদিনের দিনলিপিতে 
চলে গেছো বহু দূরে তারাদের দেশে... 
তবু, আছো তুমি আমার অন্তরাকাশে।

আজ বড়ো দুঃসময় - 
অনিবার্য সময়-স্রোতে
ভেসে যাচ্ছে পীড়িত সময়...
জীবনকে তোলপাড় করে, বিপন্ন করে।
বিষন্নতার অদ্ভুত পীড়ন থেকে 
উঠে আসে আর্তনাদ...! 
তমিই তো দিয়েছো জ্ঞানের আলো 
দিয়েছো ক্ষমাশীল আলো, 
তোমার ক্ষমাশীল আলোর সহ্যশক্তি দিয়ে 
এখনো গড়ে তুলি প্রতিরোধ প্রতিঘাত। 

আজ হাওয়ায় ভাসে বিপথগামী সুর... 
প্রতি মুহূর্তে হৃদয় বিদ্ধ করে ভয়ের নখর! 
তবু, জীবনকে বড়ো ভালোবাসি... 
অপেক্ষায় থাকি, 
তোমার নির্ভরতায়, তোমার ছায়ায়... 
আজও ভালোবাসা নিয়ে বেঁচে আছি! 


  পালিয়ে যাবো এবার 


পালিয়ে যাবো এবার, 
এই শ্বাসরুদ্ধ পরিবেশ ছেড়ে... 

বেশ তো কাটিয়ে দিলাম 
জীবনের অনেকটা সময় 
হাসি-কান্না, সবুজ-ধূসর 
অম্ল-মধুর ভালোবাসায়।

আজকাল সম্পর্কের সেতুটা 
মাঝেমধ্যেই দোল খায়... 
তাইতো মোলায়েম উত্তাপটুকু 
পরম আদরে রেখেছি লুকিয়ে 
তবুও আগুন ছুঁয়ে ছুঁয়ে যায়... 
হানা দিয়ে যায় অন্দরমহলে! 

হৃদয়ের গভীর গোপনে, 
ঝলসানো গন্ধ বহন করার আগেই 
উত্তাপ সয়ে সয়ে,.. আগুন এড়িয়ে... 
দেখো,... ঠিক পালিয়ে যাবো এবার! 


  শান্তি ফিরুক 


শান্তি ফিরুক, 
চেনা ছন্দের গতিতে 
সেই চেনা গতিপথে। 

শান্তি ফিরুক, 
বিষণ্ণতার মেঘ সরিয়ে 
সূর্য-সোনা রঙ ছড়িয়ে।

শান্তি ফিরুক, 
রাজনীতির দুর্বৃত্তায়ন মাড়িয়ে 
শয়তানের নখ দাঁত গুঁড়িয়ে।

শান্তি ফিরুক, 
'নো স্যানিটাইজার', ... দূরত্ব বিহীন 
করমর্দন আর আলিঙ্গনে অমলিন... 
মুখোশহীন সুন্দর মুখে সৌখিন! 


ওরা শব্দ কিনে ভরায় ঘর 


ওরা শব্দ কিনে ভরায় ঘর
শব্দ জাগে না বুকের ভিতর 
নাই স্বাধীন সত্ত্বা  আপন স্বর... 
খাল কেটে আনা নদীতে জেগেছে চর! 

ওরা আসবাব কিনে সাজায় ঘর
জৌলুশ হারায়, চেষ্টারা নামান্তর 
পাথরের ফুলদানি ঘোরায় নজর... 
শ্যাওলারা জড়িয়ে বাঁচে প্রাচীন পাথর! 

ওরা রঙ কিনে মেঘ আঁকে পরপর
জলভরা মেঘ ভেসে যায় কার ঘর 
বৃষ্টি ভেজা রঙিন শাড়ি, স্বপ্ন আদর... 
স্বপ্ন রঙিন মর্মের রঙে, যে রঙ স্পর্শকাতর! 

ওরা শব্দ কিনে ভরায় ঘর 
শব্দ জাগে না বুকের ভিতর...



লেখা পাঠান
bimalmondalpoet@gmai.com  





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন