১.
রাত চাঁদ
রাতের চাঁদ ডুবে গেলে
পায় প্রভাতের চায়ের উষ্ণতা
সামনে - পেছনে অনুভূতি শুধু থমথমে অন্ধকার
ছেড়ে গেছে ভূগোল শৈলীতে
মানচিত্র জুড়ে চাঁদ স্বপ্নের সুরে।
২.
মহামারী
আমার শরীরের রক্তকণিকা শাদা হয়ে যাচ্ছে
চীন, ইটালি , লন্ডন... এই সব দেশ ঢুকে পড়ছে আমার শরীরে
ভয়ে, আতঙ্কে রাজ্য, দেশ...গ্রাম - শহর
যেখানে লুকোনো আছে কবিতার পাথর
পাথর ভেঙে বানাবো আমি কবিতার গুঁড়ো
শক্ত পাথরে ভেঙে যাবে মহামারীর স্তুপ।
৩.
ঘাস
তোমাদের সারা শরীর মোড়া, অসম্ভব লম্বা ঘাসে
তোমাদের উঠানে ভেসে আসে সুগন্ধি রান্নার ঘ্রাণ
কতটা সঙ্গমে লিপ্ত আনন্দ লহমায়
সারা ঘাসের জঙ্গলে শিশুদের কান্না
দুধের স্তন এগিয়ে চুল খুলে গান ধরে
৪.
আয়না
রোজ রোজ গভীর রাতের তন্দ্রাতে শব্দ শুনি অলৌকিক
ভাঙছে বাড়ি হাতুড়িতে, পেরেক ঠুকে ঠুকে তৈরি দরজা ও জানালা
জেগে উঠে উৎস খুঁজি কেউ কোথাও নেই
আসলে আমার স্তব্ধতার গায়ে কোলাহল দেখি নিজস্ব আয়ানার প্রতিবিম্ব ।
৫.
লকডাউন
চারপাশে ভয় - উত্তর - দক্ষিন,পূবে - পশ্চিমে
কালো অমমঙ্গলের স্তম্ভ বুকের উপর নেমে এলো
অনেক দূর থেকে মৃত্যুর সর্বনাশ ভেসে আসে
প্রতিটি সমাজ, পরিবার শুনতে পায় মৃত্যুর ঘণ্টা ধ্বনি
সারা দেশ বাঁচর লড়াই,শুধু বিশ্বাস লকডাউন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন