কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শেষ দিন অর্থাৎ ৯ই ফেব্রুয়ারি রবিবার "সুভাষ মুখোপাধ্যায় মুক্ত মঞ্চে " বাতায়ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হলো কবি বিমল মণ্ডলের ৫ম কাব্যগ্রন্থ ' বিশ্বাসের চুপকথা"
প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সঞ্জয় মুখোপাধ্যায়,বিশিষ্ট কবি ও সাহিত্যিক পৃথ্বিরাজ সেন,বিশিষ্ট কবি সুমিত্র দত্ত রায় , এবং বিশিষ্ট কবি দেবপ্রসাদ জানা প্রমুখ ।
বাতায়ন পরিবারের পক্ষ কবিকে স্মারক দিয়ে বিশেষ ভাবে বরণ করেন। বই প্রকাশের অনুষ্ঠানটি ছিলো নানান ছন্দ ও বর্ণময়।
তবে ৭ই ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে শুভ উদ্বোধন হয় আবৃত্তি ও কবিতা পাঠের মধ্য দিয়ে। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বিশিষ্ট বাচিকশিল্পী এবং কবি অশোক কুমার লাটুয়া,কবি ও ছড়াকার সৌমিত্র মজুমদা, কবি গৌরী পাল, কবি কবিতা ভট্টাচার্য, কবি সুমিত্র দত্ত রায়, কবি দেবপ্রসাদ জানা, কবি গৌতম রায়, কবি সুশীল কুমার রায়, কবি সুজাতা কয়াল, কবি শামাশ্রী কর্মকার, প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন