বাল্যকালে কত মিষ্টি সুখ
মাটির ঘরের দাওয়াতে
ছেঁড়া কাঁথায় মায়ের বিশ্বাস
স্বপ্নে ভাসে ছেলে মেয়ের মুখ।
২.
অগাধ অভাব সংসার ছড়িয়ে
সুন্দরের হাতে ভিক্ষার হৃদয়
পাড়াগাঁয়ে ওজন গুণে কান্না
জন্ম থেকেই মায়ের স্নেহ কুড়িয়ে।
৩.
বয়স বাড়ে বয়সের অনুপাতে
মায়ের আশা প্রতিটি বিশ্বাসে
স্বপ্ন পূরণ সামনে গ্রাম ধরে
সময় এখন আমায় নিয়ে মাতে
৪.
স্কুল, কলেজ উদ্বেগ সেই অর্থে
শাক, সবজি ঝুড়ি মাথায় অনন্ত পথে
বাজার শেষে ঘরে ফেরা কত কষ্টে
মায়ের কাছে কথা দেওয়া এই সর্তে।
৫.
বন্ধু, বন্ধব চেঁচামেচি ডজন ডজন ঘিরে
সামনে গিয়ে পিছিয়ে তাতে মন টানে
হাসিখুশি মনে বেশ বন্ধুদের সাথে
সব আনন্দ খুঁজে পাই মায়ের আদরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন