আবছা কুয়াশায়
বাগানের ফুলগুলোর দিকে চেয়ে
ভুলে যাই আমার অতীত স্মৃতি
টপটপ করে কুয়াশা বৃষ্টি
ভিজে যায় আমার আপাদমস্তক
তুমিও ভিজতে ভিজতে ঠিক সময় অনুপাতে এলে কাছে
কুয়াশাচিরে সুপ্রভাত জানায়
প্রিয় প্রেমিক সূর্য
আবছা কুয়াশায় তুমি নিখোঁজ
শুধু সারাদিন দোষী সূর্যকে
দিন গড়িয়ে সন্ধ্যা , আর সন্ধ্যার পরে রাত
আবার কুয়াশাবৃষ্টি
আবছা কুয়াশায় তুমি হারিয়ে গেলে।
সেই রাতে
কতগুলো প্রতিক্ষা
সম্ভব অসম্ভবের কষ্ট খেলা
রাগ অভিমানের সুতো টানাটানি
শেষ হয় সেই রাতে
শরীরী মাপযোগ চলে মিনিট ঘণ্টা ধরে
ভালোলাগার আলাপচারিতা দীর্ঘক্ষণ
জেগে ওঠে শরীরী বাসনা
পরস্পরের চোখে কামনার আগুন
সারারাত স্তনের অস্তিত্ব হারাই তোমার বীজরসে
নিদ্রাহীন চোখে দুবাহু জড়িয়ে
তোমার বয়সের যৌবনে চুষে নাও
আমার শরীরী গন্ধ
শুধু সেই রাতে
আবারও প্রতিক্ষায় থেকে যাই।
কি করে মনে রাখবে
ঘরেতে তোমার প্রিয়জন
মনে কি থাকবে আমায়?
পরিচয় সরণীতে আসে আর যায়
ভালোবাসা আর ভালোলাগা
সময় বলে দেয় আবার
ঠিক বেঠিকের প্রশ্ন আসে
ঘরের বাইরে নাট্যমঞ্চে
অভিনয়ে ভালোবাসা
বাস্তবে প্রিয়জন ছেড়ে
কি করে মনে রাখবে আমায়?
কৌতুহল
কয়েকটা দিন মোবাইল ক্যানভাসে
অন্তরঙ্গতার ছোঁয়া
বিপ্রকর্ষণ সুমধুর বচনে
মনের আরশিতে হৃদয় দেওয়া নেওয়া
তুমুল মতান্তর বাক বিনিময়ে
কৌতুহল আবরণে
মনের মধ্যে পাক খায়
অজানা ভালোবাসার
দীর্ঘ সময়ের কৌতুহলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন