লেবেল

শনিবার, ১১ জানুয়ারি, ২০২০

গ্রন্থ প্রকাশ ও কবিতা পাঠ

সৃজনভূমির " শব্দ যখন... ''

হোয়াটসঅ্যাপে কবিদের গ্রুপ  তৈরি আর তা থেকে প্রকাশন,ইদানিং বাংলা সাহিত্যে এরকম একের পর এক সৃজন তৈরি হচ্ছে নতুন  কবি লেখকদের সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে। সবাই মিলেমিশে গল্প -  কবিতা লেখা আর তার প্রকাশ করার আনন্দটা এখন আর শুধু প্রিন্ট মিডিয়ায় বা লিটল ম্যাগাজিনে আবদ্ধ নেই। তার থেকে সীমানা ছাড়িয়েছে। অনেক কম খরচে আর অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এই নেট প্রযুক্তির বিস্তারে। আরো আরো অনেক কবিদের মধ্যে নিজেকে ছড়িয়ে ফেলার সুযোগ এনে দিয়েছে হোয়াটসঅ্যাপ কবিদের গ্রুপ।

এরকম একটি হোয়াটসঅ্যাপ কবিদের গ্রুপ সৃজন ভূমি। বড় অপূর্ব নাম। যে ভূমিতে এত সৃজন হয়, রোজ যেখানে শত শত সদস্যের মননজাত সৃজন প্রকাশ পায়, সেই সৃজনভূমির কবিরা যখন মনে করেন তাঁরা একটি কাব্যসংকলন প্রকাশ করবেন ছাপার অক্ষরে,তখন সে প্রায়শ যে খুবই আন্তরিক এবং সফল হবে সেটা বলাই বাহুল্য। অশোককুমার লাটুয়া এবং বিমল মন্ডল সম্পাদিত" শব্দ যখন" এমনই একটি সংকলন। বঙ্গ সাহিত্য সম্মেলন মঞ্চে সংকলনটি প্রকাশ করেন বিশিষ্ট কবি শ্যামলকান্তি দাশ।উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি সঞ্জয় মুখোপাধ্যায় এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যাক্তিত্ব উজ্জ্বল বিকাশ দত্ত । এই কাব্য সংকলন প্রকাশের পর ওই তিন বিশিষ্টজনকে সৃজনভুমি সম্মাননা জ্ঞাপন করা হয়।

সৃজনভূমির কাব্য সংকলনটি এক কথায় নতুনের উচ্ছ্বাস ভরা একটি কাব্য প্রয়াস। বেশ কিছু কবিতা আছে যা রীতিমতো ভাবায়, অনেকেই বেশ প্রতিভাশালী। কবিতা চর্চা এখন কতটা উন্নত মানে হচ্ছে এবং বাংলা জুড়ে তার ব্যাপ্তির ছোট্ট উদাহরণ,৯৬ পৃষ্ঠার সৃজনভূমির  এই প্রয়াস,"শব্দ যখন...' সংকলনটিতে   নবীন  ও প্রবীণ ৩০ জন কবির কবিতা রয়েছে। কবিতাগুলোতে  প্রেম, প্রকৃতি  এবং বর্তমান  সমাজ ভাবনার ছবি ফুটে উঠেছে । মনে ধরার মত কবিতা লিখেছেন কবি বিমল মন্ডল, অশোক কুমার লাটুয়া।দুজনেই যুগ্মভাবে সম্পাদনাও করেছেন।এছাড়া যাদের কবিতা ওই পত্রিকা ও অনুষ্ঠানে নজর কাড়ে তারা হলেন সুজাতা ঘোষ, অশ্ব ঘোষ, দেবাশিস  ঘোষ, গৌতম আচার্য , ভক্ত গোপাল ভট্টাচার্য, সুমিত্র দত্ত  রায়, রাজলক্ষী মৌসুমী, রঞ্জন ভট্টাচার্য , পবিত্র  কুমার ভক্তা , অপর্ণা  ব্যানার্জি , সুমিত্র দত্ত রায়  , সুশীল  কুমার  রায়, প্রদীপ কুমার  রায় , স্বরূপ কুমার  মাইতি, ভারতী ব্যানার্জী ,সজল বসু রায়, অশোক কুমার  দাস,  কবিতা ভট্টাচার্য, স্মৃতি পাল হাজরা, গৌরী  পাল , রতন মণ্ডল,রাজীব  কুমার দাস, মানসী মিশ্র  হালদার    প্রমুখ। 
এছাড়া   বিশিষ্ট  গায়ক ড. শান্তুনু তেওয়ারী সমগ্র অনুষ্ঠানটিতে গান পরিবেশন  করেন এবং বিশিষ্ট  আবৃতি শিল্পী  প্রদীপ দাশগুপ্ত  আবৃতি পরিবেশন  করেন। 
 কাব্য সংকলনটি র প্রচ্ছদ অত্যন্ত সুন্দর, করেছেন রাজদীপ পুরী।সংকলনটি প্রকাশ করেছেন  জ্বলদর্চি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন