লেবেল

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

বিমল মণ্ডলের চারটি কবিতা



১.

সারামাস হেলদোল হীন
পাখিদের সংসার চলে
নিরবতা নদীর তীরে
চুপচাপ কেনাকাটা

২.
হাল্কাপনা সূর্যের তেজ
অদ্ভুত সময়ে অদ্ভুত 
নিষ্ঠুর সমাজ সংসার
মুখে পাতায় পাতায়

৩.
পুরাতন মন  হিসেব কষে
নতুনের জীয়নকাঠি
তবুও একা 
পথের চালক 
৪.
শূন্য মেঘের অলংকার
বাঁকা কথা ক্ষনে ক্ষনে   
বিপ্রতীপ কলমে
অসম্ভব সচেতন নতুনের।                             
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন