লেবেল

বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

কবিতাগুচ্ছ

একজন  আদর্শ পিতার ঘ্রাণ 
বিমল মণ্ডল 

সারাদিনের ক্লান্তি ভুলে 
বাবার আদরের ঘ্রাণে 
এই পৃথিবীতে নতুন ভাবে জন্ম নিলাম 
 যা কয়েক দশকে  পাইনি 
তা মুহূর্তে আস্বাদন করি
পিছিয়ে যাই আমার জন্ম ইতিহাসে
কাদা মাখা  বাঁধের গায়ে লেগে থাকা  আবছায়া  ভালোবাসা 
কিংবা  আধপেটা  সূর্য বিকেলে  ভিন্ন সুরে হাঁটায়

সবই  কর্মফলের বারান্দায়  মজা করে 

আজ ওরা লুকিয়ে পড়ে 
সন্তান  স্নেহ  ঘিরে বিপুল আয়োজন 

জন্মের পরে বাবা -মায়ের আবেশে 
ফিরে পাই আদর্শ পিতার ঘ্রাণ।


৩০/১০/২০১৯





পবিত্র  ভালোবাসা 
বিমল মণ্ডল

আমি তোমার হৃদয়ে দেখা 
এক নতুন  দৃশ্যের প্রতিলিপি লিখি 

আমার জন্য কখনও দুঃখ করো না 
কলমের কালি শেষ হলে নতুন কালি আসে
লেখা  তো থেমে থাকে না! 



তোমাকে মনে রাখা আসলে
আমার একধরনের অসুখ। 
আমি চাই না তুমি আমার কথা ভেবে দুঃখ  ছুঁয়ে যাও

বরং বিস্তৃত মাঠ জুড়ে 
আনন্দের  পাশে বসো

কত জন্ম বসে আছি
একটা  সুসংবাদ আনো 

সমারোহে শুধুই  পবিত্র ভালোবাসা । 


৩১/১০/২০১৯




 সূর্যদয়
বিমল মণ্ডল 

বুকে সূর্যদয়ের গন্ধ 
বিনিময়ে  নিঃশব্দ শেকড়ে 

এই দেহ পর্ণমোচী গাছেদের গান
 স্তব্ধতার  মর্মর  জীবন-স্বপ্ন। 


আসুক ফিরে হারিয়ে যাওয়া 
দু'একটা  পাখি 
ঠোঁটে  তৃপ্ততার কথা- কাহিনি।

আমি সব দিয়ে যেতে চাই
আলো, সময়,  টান...   ভালোবাসা... 



১/১১/২০১৯


বিশ্বাস 
বিমল মণ্ডল 

কতগুলো  গাছের  নীচে তুমি বসে

হাওয়ারা দু'দণ্ড এসে ঘুরে  যায়
সড়ক মিটিমিটি হাসে
 তার থেকে উঠে আসে অপেক্ষা 

সবাই বিশ্বাস  চায় 
একেবারে   একটু বিশ্বাস 

কত জীবন পেরিয়ে গাছগুলো 
শূন্যতায় বেঁচে থাকে 

তুমি চলে গেছো অনেকদূর... অনেকদূরে... 

আমি একা দাঁড়িয়ে

শুধু  বিশ্বাস  ফিরে আসবে বলে। 

১/১১/২০১৯




 বন্ধন
বিমল মণ্ডল 

তোমার শব্দের  সীমান্তের কোল ঘেঁষে 
আমারও  বাস
হয়তো  মনবেড়ার ঘরে
আত্মিক বন্ধনের  টানে
অনেক কাছে ছিলে।

হঠাৎ  ডান বুকের পাশে 
প্রচন্ড  যন্ত্রণায় 
হারিয়ে গেলে  তুমি!

দাঁড়িয়ে ছিলাম সবুজ  মনে রং মাখানো মুহূর্তটি
তোমার হৃদয় বন্ধন
 

আমি তখন  তোমার অপেক্ষায় । 


২/১১/২০১৯



 সূর্যদয়
বিমল মণ্ডল 

বুকে সূর্যদয়ের গন্ধ 
বিনিময়ে  নিঃশব্দ শেকড়ে 

এই দেহ পর্ণমোচী গাছেদের গান
 স্তব্ধতার  মর্মর  জীবন-স্বপ্ন। 


আসুক ফিরে হারিয়ে যাওয়া 
দু'একটা  পাখি 
ঠোঁটে  তৃপ্ততার কথা- কাহিনি।

আমি সব দিয়ে যেতে চাই
আলো, সময়,  সুখ...   ভালোবাসা... 



১/১১/২০১৯



: শুধু  তোমার জন্য
বিমল মণ্ডল 

পরিচয়ের  দ্বিতীয় পর্বে 
তোমাকে স্পর্শ করতে গিয়ে
পারিনি  সে কথা ঈশ্বর জানেন

কতবার  হোয়াটসঅ্যাপ ম্যাসেজে ভালোবাসার কথা  লিখতে গিয়েও
কতবার সে কথা লিখতে পারিনি 
সে কথাও ঈশ্বর  জানেন। 

তোমার বুকের ভেতর কষ্টগুলো কড়ানাড়া শব্দে জেগে ওঠে 
আমি তা হৃদয় কথন বলতে গিয়েও বলতে পারিনি 
সে কথা আমার ঈশ্বর জানেন। 

সময়ের  হাতে তোমার দরজার বাইরে  দাঁড়িয়ে আমি 
তোমার উদ্দেশ্যে ভালোবাসার উল্লাস জেগে ওঠে 
কতগুলো রাতে তোমার দিন যাপনের দৃশ্য মনে মনে কল্পনা করি
তাও এ কথা ঈশ্বর  জানেন। 

কয়েকটি প্রহর দুঃখের জ্বরে আক্রান্ত 

তোমার চুল পেকেছে নিরাকার  ভালোবাসায়
আমি সামনে গিয়েও দিতে পারিনি পরিচয় 
সে কথা  তোমারও ঈশ্বর  জানেন । 

তারপর  অনেকদিন পর সেদিন  তুমি  জানবে, 
আমি জন্মেছিলাম তোমার জন্য

আমার মৃত্যু হবে তোমার জন্য 

একথাও  ঈশ্বর জানেন 

আমার শরীরী ঘ্রাণে  
ভেসে বেড়াবে তোমার পরিচয়।  

৩/১১/২০১৯



ছায়া স্বপ্ন ও তুমি
- বিমল মণ্ডল

প্রতিটি রাত কাটে অস্পষ্ট ছায়া আয়নায়
কালের সীমানা ঘিরে
দিগন্ত বিস্তৃত স্নেহ
যেন স্নেহের সন্ধিক্ষণ
তখন আর আলাদা আলাদা নই
অনেকটা আশা আর অনেকটা ত্যাগ নিয়ে
একবার পূর্বদিকে  একবার পশ্চিমদিকে স্বপ্নঘোরে
ছায়া স্বপ্নে ডুবি


যতটা তোমার  আশা ব্যাঞ্জক ঠোঁটে পেয়েছি
তাই নিয়ে বেঁচে থাকার  জলে ডুবি


কী ভাবে ভাসতে ভাসতে উঠে এসেছি
ক্রমে ক্রমে নেমে আসে  চোখ  


তবুও সারা হৃদয়ে তুমি
হয়তো হাল্কা ভাবে দেখছো আমাকে
শুনছো তুমি আমার আর্ত ভালোবাসার শব্দ
আমি স্থায়িত্ব পেয়েছি তোমার ঠিকানায়


শেকড়ের মুখোমুখি হয়েও
আগাধ আশ্বাস  ঠোঁটের উপর


পিছুটান তোমাকে দূরত্ব বাড়ায়


দূরত্বের পরিমাপে স্নেহ আঁকি
ছায়া স্বপ্ন ও তুমি।




সরলতায় আঘাত
- বিমল মণ্ডল

আদব- কায়দা ঠিক জানি না
আহা কী অপূর্ব  এক বটগাছ
চুপচাপ নিঃশব্দে ঘ্রাণ পাই আমার স্বজন
সরলতায়  বিশ্বাস দাঁড়িয়ে
কে যেন স্পর্শ করে যায়
ধূমায়িত কুয়াশার ভিতরে আদর্শ বাজে
ভাবনায় আত্মবোধ


কারও কোন দোষ নেই
একের পর  এক সম্পর্ক ছেড়ে
বিশ্বাস তোমার ছায়ায় সরলতার ভাঁজে


তোমার অবিশ্বাস বাজে ঠোঁটে  
সারা দিনরাত  খুঁজি অমৃতযোগ
গোপনে শরীরে সম্পর্কে তরঙ্গের বিপুল আঁচড়
জন্মের এক নতুন সহস্রধারা
ঘাসে ঘাসে হাঁটি
মাঝেমাঝে কেঁঁপে ওঠে


সম্পর্কের সহজ সরলতা।



নদীকথা
বিমল মণ্ডল 

আপ্লুত  বর্ণের আদালত 
নদীর গোপনতম কথা
জনগণের  জন্য লেখা
কয়েকটি  ঢেউ চোখ রাখে
পূর্ব - পশ্চিমে পাখিদের  কলরব ভাসে

নদী মুখে  হাসি কথা 
ম্যাজিক  জোয়ারের  জলে । 




৬/১১/২০১৯

1 টি মন্তব্য: