।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। অণুগল্প (মুক্ত) -৭।।
মাস্টারদা
মহ:মহসিন হাবিব
কলমের এক খোঁচাতে ছন্দময় জীবনে নেমে এসেছে দুর্ভিক্ষের জাহান্নাম।কমল মাস্টার মশাই দিন রাত তাই অস্থির হয়ে আছেন।মেধা তালিকায় টপার হয়েও জলের মধ্যে মিশতে হয়েছে খাঁটি দুধকে।একদিকে দুধের বাচ্চার মুখের দিকে তাকাতে পারেনা,অন্যদিকে অসুস্থ বাবার মুখ টা আয়নার মত মনের ক্যানভাসে ভাসে।মাস্টারমশাই এর মশাই টুকু তুলে দিয়ে তার স্থানে ধারালো দা টিকে লাগানোর জন্য তৎপর হয়ে উঠেছেন কমলবাবু...
সংসারের সকলের পেটের ভাতের যোগান দিতে তিনি ডাক দিয়েছেন সব চাকরিচ্যুত মাস্টার মশাই দের ," চলো সবে আমরা নবান্নের সন্ধানে যায়" তার ডাকে সাড়া দিয়েছে অনেকেই।শুরু হয়েছে নতুন ভাবে বাঁচার আন্দোলন। দেখে মনে হচ্ছে অন্য মাস্টার দা সূর্য সেনের আন্দোলন।কমল দা তাই আজ শুধু মাস্টার নয়,সবার কাছে ভরসা যোগানো সেই মাস্টারদা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন