লেবেল

বুধবার, ১৫ মে, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। মে সংখ্যা।। ।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১৫।। সোনার ডিম ও স্বস্থি বচন —পুষ্প সাঁতরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




।  প্রতিদিন বিভাগ।। 

   ।। মে সংখ্যা।। 

।। শিক্ষা ও রবীন্দ্রনাথ ঠাকুর - ১৫।।






সোনার ডিম ও স্বস্থি বচন

পুষ্প সাঁতরা


এ যেন সোনার ডিম
দুবেলা গিলছি রোজ খাচ্ছি
মন খারাপের ভালমন্দে খাচ্ছি
তাঁতির পেট মন ভরেনি
তফাত একটাই-- লোভ আর মানুষের
সমস্তটুকুর খিদে
এ হাঁস হত্যাযোগ্য নয় বরং সযত্নে
হৃদয়ে লালন-- এ অনন্ত ডিমপাড়া
'জাগরণহীন'নিদ্রার মধ্যে বুঁধ হয় কলিজা
চোখ বুজে অনুধ্যান
জগৎ সংসারের পাতায় পাতায়
তরল সোনায় লেখাপত্র
ডিমের কুসুমের বিরামহীন আত্মজাগরণ
প্রেমের নির্যাস ব্যথার উপসম
সোনার ডিমের অমৃত ভান্ডারে
মহানাগরীক চেতনা
সব্যসাচী হাওয়ায় ভানুর আতর
কুসুম রঙা সূর্যের বর্ণপুরুষ
অনিকেত সময়ে সোনার ডিমের মধ্যে
ক্রমাগত নির্গত হয় স্বস্থিবচন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন