।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ৩০।।
বর্ষবরন
নতুন বছর নতুন পদক্ষেপ...
এগিয়ে যাব সবাই মিলে;
আগামী দিন হাত বাড়িয়ে
আলোর প্রদীপ জ্বেলে জ্বেলে ।
সামনে দিন বাধার প্রাচীর
লাখো হাতে অযুত শক্তি ;
হেই সামালো সাবধানে আছি
নবীন সূর্যে আসে নবমুক্তি ।
মাঝির গান ভাটিয়ালী সুরে
ফুলের মধু চলকে পড়ে;
গুনগুনিয়ে মৌমাছি কি বলে
শাপলার ছায়া সরোবর জলে ।
ঢোলকলমীর অঙ্গ বাহারে
ফলসার পাতা অভিমান করে;
সুদুর গগনে গাজন বাজনা
হৃদয় যে কেন হল আনমনা ?
ছোট্ট বাছুর বাঁধন খুলেছে
অধীর স্নেহে মা চক্ষু মুদেছে;
বটের ঝুরিতে দোদুল দুলে
দুষ্টুর দল ঝাঁপ দেয় জলে ।
হঠাৎ টুনটুনি পাতার ফাঁকে
বাজপাখী নজর করছে তাকে;
প্রজাপতি হলো গুটিপোকা থেকে
এসো নববর্ষ আলো খুশি মেখে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন