লেবেল

শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

।। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৩০।। বসন্তে আজ মনে হয় — হান্নান বিশ্বাস।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৩০।।





বসন্তে আজ মনে হয়

  হান্নান বিশ্বাস 


কনকচাঁপার সুবাসে তোর

অঙ্গ যে মশগুল, 

শিমুল যেন খোপায় বাঁধা

কানে সজনে ফুল। 


ওষ্ঠ যেন পাপড়ি খোলা-

গোলাপ তাজমহল, 

কাজল পরা আঁখি-তারায়

প্রেমের কোলাহল। 


ঘন কালো বৈশাখী মেঘ

যেন কালো চুলে,

বসন্তের-ই আকাশ জুড়ে

ভাসছে মনের ভুলে। 


বেতাল যেন নিটোল তনু 

অঙ্গ ভরা তেজ, 

কালো মেঘের বহর দেখে

ময়ূর বিছায় লেজ। 


প্রেমালাপের মিষ্টি আদল 

আমার চোখে ভাসে, 

বাগান বিলাস পাতার ফাঁকে 

মিষ্টি করে হাসে। 


আলতা পরা পা দুখানির 

দুলকি চলার তালে, 

ঝুমুর ঝুমুর নূপুর বাজে 

বন কড়ুইয়ের ডালে। 


বাসর ঘরে চামর দোলায় 

যেন কদলী কনে,

যেন সুরে মাতাল করে

কোকিল ডাকে বনে। 


দোলে মাতাল হয়ে বেতাল 

বারুদ নিয়ে বুকে,

নানান রঙের আবীর মাখাই 

তোর মায়াবী মুখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন