লেবেল

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৭।। এসো, পলাশের রঙে সাজি— জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৭।।



এসো, পলাশের রঙে সাজি

জয়শ্রী সরকার 

পলাশে শিমুলে ফাগুনের গান
রঙের আগুনে মেতে ওঠে প্রাণ
আনমনে ছবি আঁকি !

আকাশে-বাতাসে রঙের আবেশ 
বসুধা সেজেছে পলাশেতে বেশ
আছে আর কিছু বাকি ?

শিমুলে-পলাশে কৃষ্ণচূড়াতে 
মিলেমিশে আছে একটি তারাতে 
মনকে রাঙাই বারে বার !

পলাশের রঙে মেতে ওঠে ধরা
সবাকার মন খুশিতেই ভরা 
চলে গেলে কে বা কার !

ওই এলো বুঝি দুয়ারেতে দোল
পলাশের রঙে সেজেছে মাদল 
সুরের আগুনে ভেসে !

এসো সবে আজ এক হয়ে সাথে
শুভ কাজ করি হাত রেখে হাতে 
জীবনকে ভালোবেসে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন