লেবেল

রবিবার, ২৪ মার্চ, ২০২৪

।। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৫।। ফাগুনের গান — দীনেশ সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২৫।।





ফাগুনের গান

 দীনেশ সরকার


ফাগুন আসে হৃদয় ভাসে বসন্ত উৎসবে
দখিনা বায় ডাক দিয়ে যায় কে আর ঘরে রবে।

রঙের খেলায় ফুলের মেলায় কৃষ্ণচূড়া ডাকে
পলাশ-শিমুল বসন্তের ফুল আগুন ঝরায় শাখে।

হোলি খেলায় রঙের মেলায় আনন্দে সব মাতে
নেই ভেদাভেদ সেই কোনো খেদ রঙ মাখে একসাথে।

মন ছুটে যায় বৃক্ষ শাখায় সবুজ পাতায় ভরা
অপরূপ সাজ প্রকৃতির আজ ধন্য বসুন্ধরা।

কোকিলের তান বাউলের গান চারদিকে সুর ওঠে
সরে যায় দুখ ভরে ওঠে বুক হৃদয়-কুসুম ফোটে।

মন মজে যায় ফাগুন হাওয়ায় আগল দিই যে খুলে
খুশির ভেলায় মন ভেসে যায় শোক-তাপ সবই ভুলে।

এলেই ফাগুন দ্বিগুন আগুন জ্বলে মনের মাঝে
মন উদাসী বাজায় বাঁশি বসে না আর কাজে।

এলেই ফাগুন জ্বলে আগুন মনটা শুধু পোড়ে
হতাশার রেশ হয়ে যায় শেষ বসন্ত আজ দোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন