।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-২২।।
বাসন্তীর রং মশাল
দুর্গাদাস মিদ্যা
কুসুমের মতো রাঙা রোদ ঘরের মধ্যে ঢুকে
ঘুম ভাঙ্গার গান গায়
আর তখন আনন্দে নেচে ওঠে শিমুল পলাশ
খুব সহজেই বোঝা যায় এসেছে ফাগুন মাস
গাছে গাছে আগুন জ্বেলে।
লুকিয়ে গাছের ডালে কুহু কুহু সুরে মাতিয়ে তোলে পাড়া
উদাসীন হয় মন বিরহ জ্বালায় হয়ে উচাটন
হয় ঘরছাড়া।
এমনই প্রেমের রোগে ভোগে জগৎ সংসার
ফাগুনের আগুন হৃদয় পুড়িয়ে করে ছারখার
বসন্ত এলে।
মিলনের মহৎ বাসনায় খোলা মনে গান গায় বাসন্তিক হাওয়ায় -খোল দ্বার খোল লাগলো যে দোল গাছে গাছে পাতায়,পাতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন