।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৯।।
চিঠি
দুর্গাদাস মিদ্দা
মান্যবরেষু,
নেতাজী তোমাকে প্রণাম।
এক দিন হীন অর্বাচীন বাঙালির —
জানি না কোন্ সে পূণ্যলগ্নে এসেছিলে
এই দেশে যে দেশ জানে না প্রকৃত মানুষের মূল্যায়ন।
ত্যাগের মহিমায় দৃপ্ত তুমি যেন জ্বলন্ত আগ্নেয়গিরি।
তোমার আগুনে তুমি শুধু পুড়ে ছাই হলে, বিকলাঙ্গ আমরা জানি না কাকে বলে প্রকৃত জীবনের উৎসব ।
নিরানন্দে মত্ত থাকি অন্ধ আত্মমোহে ।
এতটাই দুর্বল আমরা থেকেছি নিরুত্তর তোমার সবল ডাকে।
এতদিন পরে যখন চোখ মেলে দেখি
দেখি এখনও এক ভয়াতুর ছায়া ঘিরে আছে আমাদের চারদিক।
তাই তোমার সন্ধান পাওয়া গেল না আজও সঠিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন