লেবেল

শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৭।। মৃত্যুহীন নেতাজী — ঋদেনদিক মিত্রো।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৭।।




 মৃত্যুহীন নেতাজী 

 ঋদেনদিক মিত্রো  


কে তুমি সেই বীর সৈনিক  --

অশ্ব-পিঠে উঠে বলো,   

দিল্লী চলো, দিল্লী চলো। 


তোমায় নিয়ে কবিতাতে

কী লিখবো খুঁজে না পাই, 

তুমি হলে এমন কিছু -- 

ভাবলে আবেগ নিয়ে হারাই। 


তুমি হলে এমন কিছু -- 

শিশু হতে গুরুজনে -- 

একই রকম আদর নিয়ে -- 

রয়ে গেছো সঙ্গোপনে। 


যে-শিশুটি জানে না তো -- 

তোমাকে তার অনুভবে,

সেও বলে যায় একলা মনে --  

নেতাজি এলে, আঃ কী হবে। 


মেয়ে শিশু জানে না তো -- 

যৌবন কী --- নিজের স্বাসে, 

সেও বলে তো -- বিয়ে করবো,

নেতাজী যদি ফিরে আসে। 


কত মানুষ যাচ্ছে মারা, 

কত মানুষ যায় হারিয়ে, 

তুমি নেতাজী সুভাষ বসু--  

সজীব হয়ে রও দাঁড়িয়ে। 


সব মানুষের বয়স বাড়ে, 

তোমার শুধু বয়েস তাজা, 

শত-শত বছর গেলেও -- 

থাকবে তুমি গতির রাজা। 


অপেক্ষাতে থাকি সবাই,  

আসবে নতুন অভ্যুদয়ে,

একটি মানুষ এই বিশ্বে -- 

মৃত্যুহীনের পরিচয়ে! 


সেই কন্ঠ আজো বাজে, 

হাওয়ায়-হাওয়ায় ঝড় উঠলো!

অশ্বপিঠে যোদ্ধা সুভাষ -- 

হাঁক দিয়েছেন --- দিল্লী চলো। 


কত বিরাট ছিলে তুমি -- 

রাষ্ট্রসংঘ যত্নে রাখেন,

তোমার ইতিহাসকে নিয়ে -- 

দায়িত্বতে তাঁরা ঢাকেন।  


কত বিরাট ছিলে তুমি -- 

তোমায় আজো ভালোবেসে -- 

শ্রদ্ধা জানান সকল নেতা -- 

চোখের কোনে অশ্রু ভেসে।  


তোমার ছবি ও স্ট্যাচু দেখে -- 

মনের ভিতর ঝড় জেগে যায়, 

তুমি কখোন আসবে সুভাষ, 

রনভেরী ঐ বেজে যায়। 


দিল্লী চলো, দিল্লী চলো। 

 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন