লেবেল

মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৩।। মহানায়ক — উত্তম পাত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।




         


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৩।। 



মহানায়ক 

উত্তম পাত্র


আজি এ দুখের দিনে

আমার মনের তানে

আসিছে স্মরণে,

তোমার উজ্জ্বল স্মৃতি

তোমার বন্দনাগীতি 

অতি সন্তর্পনে।


অপশক্তির মেঘপূঞ্জ হতে

 একতায় দম্ভীত ভারতবর্ষেতে

বর্ষিছে প্রতিদিন

বৈষম্যের সুউচ্চ প্রাকার

দানবের অশুভ অঙ্গীকার

হেথায় মোরা শান্তিহীন।


তোমার লক্ষের ত্রিশূল

বিদ্ধ করেছে যন্ত্রণাদীর্ণ হুল।

ব্রিটিশের সুখের কাননে

তোমার পথের অঙ্গীকার

দিয়েছে সুতিব্র ধিক্কার

ডানপন্থীর মধুর স্বপনে।


অশেষ তব শুভাশীষে

অগ্নিদীপ্ত তব পরশে

মোরা হইনু স্বাধীন।

তবু এতদ সত্বেও

স্বাধীনতা লাভিয়াও 

মোরা রহিনু পরাধীন।


নৈরাজ্যের করালগ্রাস

 আসিয়াছে একরাশ

এই বিচিত্র দেশেতে

এদেশের সাধারণ

দরিদ্র জনগণ

পারিবে কি সহিতে?


আজিকের ঘোর দুর্দিনে

চির মৈত্রীর আসনে

 চির শান্তির নীড়ে।

তাহাদের অনন্ত কামনা

তব অমৃত সাধনা

এই পবিত্র ভূমি পরে।


হে দেশ নায়ক

হে সাম্য বিধায়ক

 তুমি মহাবীর।

হে মৃত্যুঞ্জয়

তুমিই করিয়াছ সমন্বয়

মহামানবের সাগরতীর।


তব বিজয়ের সাগৌরবে

ভারত লাভিল সবে

পূর্নপরিনাম

তোমারই অন্তরালে

জানাই তব পদতলে

শত কোটি প্রণাম।

1 টি মন্তব্য: